গরমের ছুটিতে মুখ মিষ্টি করাতে আসছেন দেব-রুক্মিনী, ‘কিশমিশ’এর মুক্তির তারিখ ঘোষনা করলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: সাফল‍্যের স্বাদ চেটেপুটে চাখছেন দেব (dev)। প্রথমে পুজোর ছুটিতে ‘গোলন্দাজ’, তারপর ক্রিসমাসে ‘টনিক’। আর এবারে গ্রীষ্মের শহরে ‘কিশমিশ’ (kishmish) এর মিষ্টতা নিয়ে আসছেন সুপারস্টার। সঙ্গী হচ্ছেন রুক্মিনী মৈত্র (rukmini moitra)। দুজনের অফস্ক্রিন প্রেম ফের দর্শক উপভোগ করবে অনস্ক্রিনে।

দেবের প্রযোজনা সংস্থার বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’। সেই ২০২০ তে ছবির শুটিং শুরুর ঘোষনা সেরেছিলেন দেব। মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনি নিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি ছিল কিশমিশ। কিন্তু করোনা আবহে সে বছর পুজোয় ভেস্তে গিয়েছিল ছবির মুক্তি।

IMG 20220120 212209
গত বছর ক্রিসমাসে ‘কিশমিশ’ মুক্তির কথা থাকলেও তার বদলে মুক্তি পায় টনিক। অবশেষে দেব ঘোষনা করলেন কিশমিশ মুক্তির তারিখ। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সোশ‍্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন দেব।

সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘আমাদের হৃদয়ের একটা টুকরো উপহার দিয়ে আপনাদের জীবন ভালবাসায় ভরিয়ে দিতে আসছি আমরা। কিশমিশ এর মতোই মিষ্টি, আগামী ২৯ এপ্রিল। আশা করি পৃথিবী যদি সেরে ওঠে তাহলে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে দেখা হবে।’

ছবিতে দেবের চরিত্রের নাম কৃশানু এব‌ং রুক্মিনীর চরিত্রের নাম রোহিণী। এই প্রথম এক কমিক বুক আঁকিয়ের চরিত্রে অভিনয় করবেন দেব। তাঁর লুক নিয়ে ইতিমধ‍্যেই উত্তেজিত অনুরাগীরা। জানা যাচ্ছে তিন দশকের তিন রকম লুকে দেখা যাবে নায়ক নায়িকাকে। আশির দশক, ২০১৪-১৫ সাল এব‌ং অন‍্যটি মোটামুটি ২০২২-২০২৪ সালের সময়টা উঠে আসবে এই রোম‍্যান্টিক কমেডি ছবিতে।

https://www.instagram.com/p/CY8clTwvs1U/?utm_medium=copy_link

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ‍্যায়। গত বছর ভ‍্যালেন্টাইনস ডে তেই ছবির টিজার প্রকাশ‍্যে এনেছিলেন দেব। টিজারটি ছিল অ্যানিমেটেড। প্রথমেই নিজেকে ফেলুদা বলে পরিচয় দেন দেব। তবে এই ফেলু সেই ফেলু নয়, বারে বারে ফেল করেই নাম ফেলুদা হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা। তার আসল নাম কৃশানু।

সে একটি মেয়েকে ভালবাসে, তাকে বিয়ে করার স্বপ্নও দেখে। কিন্তু মেয়েটিকে বিয়ের কথা বললেই সে রেগে যায়। বলা বাহুল্য মেয়েটি রুক্মিনী। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না সেই বিষয়ে দেব কিছুই জানাননি। শুধু বলেছিলেন, তাঁর বিয়ে হোক বা না হোক, সবারই আমন্ত্রণ রইল।

Niranjana Nag

সম্পর্কিত খবর