এই নাহলে সারপ্রাইজ! বিয়ের পর প্রথম জন্মদিনে তৃণাকে হীরের হার উপহার নীলের, ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর প্রথম জন্মদিন তৃণা সাহার (trina saha)। গত বছর ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের (neel bhattacharya) সঙ্গে সাত পাক ঘোরেন তিনি। আর দিন কয়েক পরেই প্রথম বিবাহ বার্ষিকী তৃনীলের। তার আগেই ২১ শে জানুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রীর। আর স্ত্রীর বিশেষ দিনটা আরো বিশেষ করে তুলতে কোনো কসুরই বাকি রাখেননি নীল।

একটি রিল ভিডিওতেই পুরো জন্মদিনের পার্টিটা দেখিয়ে দিয়েছেন অভিনেতা। তৃণাকে সারপ্রাইজ দিতে আগে থেকেই লুকিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তিনি। তৃণার চোখে হাত চাপা দিয়ে পার্টির ঘরে নিয়ে যেতেই অবাক অভিনেত্রী। সকলে মিলে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন পার্টি।

IMG 20220122 154358
রঙ বেরঙের বেলুন, ফুল, উপহারের মাঝেই লাল বডিকন পোশাকে ঝকঝক করে উঠলেন তৃণা। কেক কাটার ফাঁকে চলল গানের তালে তালে নাচও। চমকের এখানেই শেষ নয়। নীলের তরফে এক দারুন উপহার অপেক্ষা করছিল তৃণার জন‍্য। একটি হীরের হার উপহারের বাক্সে সুন্দর করে প‍্যাক করে রেখেছিলেন নীল।

https://www.instagram.com/neel_bhattacharya/reel/CZBUjgNloso/?utm_medium=copy_link

নিজের হাতে তৃণার গলায় হারটি পরিয়ে দিয়ে স্ত্রীকে আদরে আদরে ভরিয়ে দেন অভিনেতা। ভিডিওটি ছাড়াও তৃণার সঙ্গে একটি ছবিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন নীল। তিনি লেখেন, ‘তৃণা+নীল = তৃনীল। শুভ জন্মদিন আমার ভালবাসা।’

IMG 20220122 154500
১২ বছর চুটিয়ে প্রেম করার পর দাম্পত‍্য জীবনও দারুন উপভোগ করছেন নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা। প্রেমের মাসেই নিজেদের সম্পর্ককে চিরবন্ধনে বেঁধেছেন দুজন। এই মুহূর্তে ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে অভিনয় করছেন তৃণা। অপরদিকে ‘উমা’ সিরিয়ালে অভিমন‍্যুর ভূমিকায় রয়েছেন নীল। উমা নতুন নতুন শুরু হলেও খড়কুটো শুরু হয়েছে প্রায় দু বছর হতে চলল। কানাঘুঁষো শোনা যাচ্ছে, খুব শিগগিরি শেষ হয়ে যাবে এই সিরিয়াল। তবে তৃণা জানান, ইতিমধ‍্যেই কয়েকটি কাজ রয়েছে তাঁর হাতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর