মায়ের গল্প অনেক হল, এবার সিঙ্গল ফাদারের কাহিনি শোনাবেন যিশু-শোলাঙ্কি ও বেবি রা!

বাংলাহান্ট ডেস্ক: সারোগেসি শব্দটার সঙ্গে অপরিচিত, এমন মানুষ সম্ভবত আর কেউ নেই। বিশেষ করে তারকাদের দৌলতেই মা হওয়ার এই পদ্ধতি আরো প্রচার পাচ্ছে। কিন্তু সারোগেসির মাধ‍্যমে শুধুই কি মা হওয়া যায়? চাইলেই বাবাও তো হওয়া যায়। ঠিক সেই গল্পটাই শোনাতে আসছেন যিশু সেনগুপ্ত (jisshu sengupta) ও শোলাঙ্কি রায় (solanki roy)। প্রকাশ‍্যে এল ছবির ট্রেলার।

সিঙ্গল মাদারের গল্প বারে বারেই উঠে এসেছে সিনেমার পর্দায়। কিন্তু সিঙ্গল ফাদারের গল্প? নৈব নৈব চ। তবে আর বেশি দেরি নয়। আগামী ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে চলেছে ‘বাবা, বেবি ও …’ (baba baby o)। সিঙ্গল ফাদার যিশুর গল্প শোনাবে পরিচালক অরিত্র মুখোপাধ‍্যায়। সারোগেসির মাধ‍্যমে বাবা হয়েছেন যিশু। নিজের বাবা মা ছাড়াও খুদে দুই ছেলেকে নিয়ে সংসার তাঁর।

jisshusengupta41619018690
ধীরে ধীরে বাবা হয়ে ওঠা শিখছেন যিশু। ঠিক তখনি তাঁর জীবনে সিনেমার নায়িকাদের মতোই প্রবেশ শোলাঙ্কির। তাঁকে মনও দিয়ে বসেন যিশু। কিন্তু সমস‍্যা দুটো। এক, শোলাঙ্কি গৌরব চট্টোপাধ‍্যায়ের সঙ্গিনী। দুই, শোলাঙ্কির বাচ্চাদের একেবারেই পছন্দ নয়। যিশুর দুই সন্তান দেখে তাঁকে বিবাহিত বলে ভুল করেন তিনি। তাহলে উপায়? দূই খুদে বড়দের কাছাকাছি আনতে পারবে?

PicsArt 01 23 03.50.49 scaled
উত্তর মিলবে আগামী ৪ ঠা ফেব্রুয়ারি। ছবির দুই খুদে নায়ক হল কাইজান কামাল ও অভিরাজ সাহা। পরিচালক এর আগে জানিয়েছিলেন ১৬ দিনে শুটিং শেষ করেছেন‌ ছবির। দুই খুদেই মাতিয়ে রেখেছিল গোটা সেট। তাদের ‘মুড’ বুঝে চলতে হয়েছিল ছবির গোটা টিমকে। সেটেই দুজনের জন‍্য বানানো হয়েছিল ঘর। সেখানেই তারা থাকত, খেত, খেলতো।

https://www.instagram.com/windowsproduction/tv/CZDylmsB30S/?utm_medium=copy_link

পরিচালক জানান দুই খুদের মিল থাকলেও একটি বিষয়ে কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা ছিল। এক খুদের পছন্দ ছিল বল তো অন‍্য জনের সফট টয়। সেসব দিয়েই সাজানো থাকতো সেট। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় ও নন্দিতা রায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর