অলিম্পিকে সোনা জিতেছেন দাদু, যুবরাজকে ট্রেনিং দিয়েছেন বাবা! এবার ক্রিকেটে বিজয় পতাকা উড়ালো ছেলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এ ভারতীয় তরুণ রাজ বাওয়া দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস তৈরি করেছেন। উগান্ডার বিপক্ষে সেঞ্চুরি করে তিনি নিজের পরিবার সহ গোটা ভারতকেই সম্মান এসে দিয়েছেন। রাজ বাওয়া ১০৮ বলে ১৪ টি চার ও ৮ টি ছক্কার সাহায্যে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং তিনি শিখর ধাওয়ানের ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন যা তিনি ২০০৪ সালে গড়েছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ঢাকায় ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ধাওয়ান।

dhawan raj bawa 1720x1000

রাজ বাওয়া উত্তরাধিকারসূত্রে খেলাধুলার প্রতি আগ্রহ পেয়েছেন। তার বাবা সুখবিন্দর সিং বাওয়া একজন ক্রিকেট কোচ ছিলেন এবং তার দাদু তারলোচন সিং বাওয়া একজন ভারতীয় হকি প্লেয়ার যিনি ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন ভারতীয় হকি দলের সদস্য হিসাবে।

এক সাক্ষাৎকারে রাজ বাওয়া জানান, তার দাদা মারা গেছেন যখন তার বয়স তখন ৫ বছর। তিনি বলেন, “আমার দাদুর কথা আমার নিজের মনে নেই। কারণ তিনি যখন মারা যান তখন আমি খুব ছোট ছিলাম। কিন্তু আমি আমার ঠাকুমা এবং আমার বাবার কাছ থেকে তাদের গল্প শুনেছি এবং অনুপ্রেরণা পেয়েছি।”

রাজ বাওয়া সম্পর্কে মজার বিষয় হল তিনি ডান হাতে বোলিং করেন এবং বাম হাতে ব্যাট করেন। অবশ্য এমনটা নতুন নয়। ভারতীয় দলে আগে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেক তারকা এমন ছিলেন। তবে রাজ যুবরাজ সিংকে দেখে তিনি অনেক কিছু শিখেছেন। রাজ বলেন, ‘আমি যুবরাজ সিংকে আমার বাবার ক্রিকেট ক্লাবে অনুশীলন করতে দেখতাম। আমি যখন প্রথম ব্যাট তুলেছিলাম, আমি সম্ভবত তাকে নকল করার চেষ্টা করছিলাম এবং তারপরে আমি তার স্টাইলে খেলতে শুরু করেছি। তিনিই আমার আদর্শ।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর