‘বিশ্ববিখ্যাত অভিনেতারা দল ছাড়ার পর জানতে পারি তাঁরা বিজেপিতে ছিল”, বনিকে তুলোধোনা অনুপমের

বাংলাহান্ট ডেস্ক : গতকাল রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিজেপি ছেড়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিন্তু এতদিন অবধি দলে তাঁর অস্তিত্বের কথাই অস্বীকার করলেন অনুপম হাজরা। বনি সেনগুপ্ত বলে কেউ কখনও বিজেপিতে ছিলেন একথাই তিনি জানতেন না বলে জানালেন খোদ বিজেপির জাতীয় সম্পাদক।

এদিন অনুপম হাজরা নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে বনি সেনগুপ্তর বিজেপি ত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করে লেখেন, ‘আজকাল কিছু বিশ্ববিখ্যাত অভিনেতা দল ছাড়ার পর জানতে পারি যে তাঁরাও কোনো সময় বিজেপিতে ছিলেন, আর এটাও জানা যায় যে তাঁরা অভিনেতাও বটে।’

IMG 20220125 WA0012

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা বনি সেনগুপ্ত। নিজে প্রার্থী না হলেও প্রচার করেছিলেন যশ দাসগুপ্তের হয়ে। অন্যদিকে বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত এবং দীর্ঘদিনের বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় যোগ দেন তৃণমূলে। যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বনি বিজেপিতে এসেছিলেন তিনি তৃণমূলে ফিরেছেন বহু আগেই। একে একে দল ছেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতন তারকারাও। সোমবার একটি ট্যুইট করে বনি জানান বিজেপি ত্যাগের কথা। দল ছাড়ার কারণ হিসেবে বিজেপির কেউ তাঁর খোঁজ খবর নেয় না, এই কারণটিকেই দেখিয়েছিলেন তিনি।

এবার সেই প্রসঙ্গেই তাঁকে বিঁধলেন বিজেপি নেতা তথা মন্ত্রী অনুপম হাজরা। খোঁজ খবর নেওয়া তো দূর, বনি বিজেপিতে ছিলেন বলেই জানতেন না তিনি এমনটাই দাবি তাঁর। এই প্রসঙ্গে অবশ্য অভিনেতার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

প্রসঙ্গত, এর মধ্যেই বনি সেনগুপ্তের দলত্যাগ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও। ফেসবুকে তিনি শুভেন্দু অধিকারীকে মেনশন করে লেখেন,’দাদা গো,লোড শেডিং আবার পরে করবে। এদিকে দেখো, সব্বোনাশ হয়ে গেছে’। বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লোড শেডিং করে নন্দীগ্রামে বিজেপিকে জেতানোর অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গ টেনেই এহেন টিপ্পনী কাটেন দেবাংশু।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর