বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের ছোট্ট ‘ফেলনা’কে মনে আছে নিশ্চয়ই। মিষ্টি মেয়েটার সুদক্ষ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দুটো বিনুনি দুলিয়ে তার সংলাপ বলার ধরন অচিরেই ভালবেসে ফেলেছিলেন সকলে। ‘প্রথমা কাদম্বিনী’, ‘ফেলনা’র মতো সিরিয়ালে অভিনয় করে ছোট্ট মেঘান চক্রবর্তী (meghan chakraborty) এবার পা রাখছে বড়পর্দায়।
পরিচালক তমাল দাশগুপ্তের ছবি ‘দয়াময়ীর কথা’তে নাম ভূমিকায় অভিনয় করছে মেঘান। সুনন্দা শিকদারের একই নামে লেখা আত্মজীবনীর উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে যেহেতু বাঙাল ভাষাতে কথা বলতে হবে তাকে তাই এখন থেকেই ভাষা শিখছে মেঘান। এই কাজে পরিচালক ছাড়াও তার বাবা মাও সাহায্য করছেন মেঘানকে।
জানা যাচ্ছে, এই ছবির গল্প পাঁচের দশকের অবিভক্ত বাংলাদেশের। মেঘানের পাশাপাশি ছবিতে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার, ঋ, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের। মুসলিম যুবক মাজম, দয়াময়ীর ‘মাজম দাদা’র চরিত্রে অভিনয় করছেন রাহুল।
ছবির গানের ক্ষেত্রেও থাকছে চমক। ময়মনসিং গীতিকা, ভাটিয়ালি, ছড়ার গান শোনা যাবে ‘দয়াময়ীর কথা’য়। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন কল্যাণ সেন বরাট। চলতি বছরের এপ্রিল মাস থেকেই শুটিং শুরু হবে বলে খবর।
প্রথমে স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে ছোট বিনীর চরিত্রে দেখা গিয়েছিল মেঘানকে। এরপর ফেলনা সিরিয়ালেও অভিনয় করেছিলেন শিশুশিল্পী। তার অভিনয়ের জাদু দিয়ে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। কিন্তু আচমকাই বদলে দেওয়া হয় মেঘানকে। সিরিয়ালের গল্প অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছে ফেলনাও।
এখন তো আর ছোট্ট মেঘানকে দিয়ে চলবে না। তাই তার বদলে কিশোরী বয়সের ফেলনার চরিত্রে আনা হয়েছে হিয়া দে কে। এরপর অবশ্য ‘সেই যে হলুদ পাখি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মেঘানকে। আর এবারে বড়সড় ব্রেক পেয়ে গেল ছোট্ট মেঘান।