বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ দিয়ে একটি দীর্ঘ হোম সিজন শুরু করবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ফরম্যাটে হারের ঘা এখনও টাটকা। দ্য মেন ইন ব্লু এবার ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকে জুন মাসে ঘরের মাঠে আমন্ত্রণ জানাবে। ৫ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোহিত শর্মার প্রত্যাবর্তন ভারতীয় দলকে মনোবল যোগাবে করবে।
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পর দলে কিছু পরিবর্তন প্রত্যাশিত। সেইসঙ্গে টানা ম্যাচ থাকায় সেই সিরিজে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
সূত্র মারফত জানা গেছে পেসার অলরাউন্ডার ঋষি ধাওয়ানকে ছয় বছর পর ফের জাতীয় দলে ফেরানো হতে পারে। ২০১৬ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দলে অভিষেক হওয়া ঋষি ধাওয়ান ৩টি ওডিআই এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ২০১৬ সালে প্রথম জাতীয় দলে ডাক পেলেও নিজেকে নিয়মিত করে তুলতে পারেননি।
কিন্তু চলতি মরশুমের বিজয় হাজারে ট্রফিতে ঋষি স্বপ্নের ফর্মে ছিলেন এবং তার পুরস্কৃত স্বরূপ তিনি জাতীয় দলে ডাক পেতে চলেছেন বলে জানা গেছে। সেই টুর্নামেন্টে হিমাচল প্রদেশকে তাদের প্রথম বিজয় হাজারে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া ছাড়াও, ঋষি নিজে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই উজ্জ্বল ছিলেন। তিনি ব্যাট হাতে ৪৫৮ রান করেন এবং বল হাতে ১৭ টি উইকেট নেন।