শুরু বিয়ের ধুমধাম, হলুদে মাখামাখি হয়ে হবু বর সূরজকে জড়িয়ে ধরলেন মৌনি! রইল ছবি ও ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অন‍্য তারকাদের মতো রাখঢাক করে নয়। লোক জানিয়েই বিয়ে করছেন অভিনেত্রী মৌনি রায় (mouni roy)। গুঞ্জন অনেক মাস ধরেই ছিল অবশ‍্য। তবে অভিনেত্রী শিলমোহর দেন সম্প্রতি। আগামীকাল, ২৭ জানুয়ারিই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি। বুধবার হল তাঁর গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান।

হবু বর কনের একসঙ্গেই হলদি অনুষ্ঠান হয়েছে। এদিন সাদা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন মৌনি, সঙ্গে সাদা ফুলের গয়না। হবু স্ত্রীর মতো সূরজ নাম্বিয়ারও পরেছিলেন সাদা কুর্তা পাজামা। বড়সড় দুটো গোল সোনালি টাবের মধ‍্যে বসানো হয়েছিল দুজনকে। সেখানে বসিয়েই হলুদ মাখানো হয় তাঁদের। হলদি অনুষ্ঠান সেরেই সূরজকে জড়িয়ে ধরেন মৌনি।

IMG 20220126 180122
একই দিনে হয়েছে মেহেন্দি সেরেমনিও। এই অনুষ্ঠানের থিম অনুযায়ী হলুদ লেহেঙ্গা ও গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌনির ‘নাগিন’ সহ অভিনেতা অর্জুন বিজলানি, মনমীত সিং, মীত ব্রোস এর মতো তারকারা। মৌনির ফ‍্যানপেজের তরফে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি, ভিডিওগুলি।

IMG 20220126 180212
আগামী ২৭ জানুয়ারি গোয়ার ক‍্যান্ডোলিম সমুদ্র সৈকতে বিয়ে সারতে চলেছেন মৌনি ও সূরজ। বিয়ের জন‍্য কোচবিহার থেকেই যাবে বিশেষ তত্ত্ব। মৌনির জন‍্য যে তত্ত্ব যাবে তা বাঙালিয়ানায় মোড়া থাকবে। গয়না তো থাকবেই। এছাড়াও থাকছে নাড়ু, আচার। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়েই বিয়ের শুভ সূচনা করা হবে। অভিনেত্রীর তরফে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তাঁর তুতো ভাই।

https://www.instagram.com/mouniroy.fan.base/tv/CZMHTEIK_bf/?utm_medium=copy_link

সম্প্রতি বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন মৌনি। এতদিন বিষয়টা নিয়ে মুখ বন্ধই রেখেছিলেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় অভিনেত্রীকে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজি। প্রথমটা তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ক‍্যামেরার জন‍্য পোজ দেন মৌনি। আসন্ন বিয়ের জন‍্য তাঁকে শুভেচ্ছা জানানো হলে ধন‍্যবাদও বলেন তিনি।

https://www.instagram.com/tv/CZMKmDuP7XD/?utm_medium=copy_link

 

করোনা আবহে বিয়ে, তাই সব রকম সুরক্ষা মেনেই বিয়ের প্রস্তুতি সারছেন দুজনে। করোনার জন‍্য আমন্ত্রিতদের তালিকাতেও কাটছাঁট করা হবে বলে খবর। পাশাপাশি আমন্ত্রিতদের আরটি পিসিআর পরীক্ষার রিপোর্টও লাগবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর