বিশ্ৰী পারফরম্যান্সের জের, বেতন কমছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের

বাংলার হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে হতশ্রী পারফরম্যান্স করেছিলেন রাহানে এবং পূজারা দুজনেই। গোটা সিরিজে দুজনে মাত্র একবারই অর্ধশতরানের গন্ডি পার করতে পেরেছিলেন। বাকি সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দুজনেই।

Cheteshwar Pujara 5842

   

ফলস্বরূপ বিসিসিআই এর অর্থনৈতিক চুক্তিতে এবার নিচে নামছেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানে। আগের বছর দুজনেই গ্রেড-এ তে ছিলেন। কিন্তু এবার তাদের স্থান হচ্ছে একধাপ নীচে গ্রেড বিতে। এছাড়াও নীচে নামছেন ইশান্ত শর্মাও।

Rahane 1720x900

এই দু একটি পরিবর্তন ছাড়া বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বিশেষ পরিবর্তন নেই। এছাড়া গ্রেড এ-প্লাসে থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা। গ্রেড এ-তে থাকছেন লোকেশ রাহুল এবং রিশভ পন্থ। বাংলার ঋদ্ধিমান সাহা থাকছেন গ্রেড সিতে। নীচে গ্রেডগুলির আয়ের অঙ্ক বিস্তারিত উল্লেখ করা হলো।

 

গ্রেড এ প্লাস :- ৭ কোটি প্রতি বছর
গ্রেড এ :- ৫ কোটি প্রতি বছর
গ্রেড বি :- ৩ কোটি প্রতি বছর
গ্রেড সি :- ১ কোটি প্রতি বছর

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর