RRB NTPC-পরীক্ষার ফলাফলে উত্তেজনার জের! খান স্যারের বিরুদ্ধে দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্ক: RRB NTPC-পরীক্ষার ফলাফল বেরোনোর পর ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে বিহার। গত তিন দিন ধরে বিহারের বিভিন্ন শহরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ফলাফলে কারচুপির অভিযোগে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

এমনকি, উত্তেজিত হয়ে তাঁরা রেলের ক্ষতিও করছেন। এই কারণে অনেক ট্রেন বাতিল করা হলেও কিছু কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে। এদিকে, বিহারে, গত ৭২ ঘন্টা ধরে, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পাথর নিক্ষেপের মত ঘটনায় রাজেন্দ্র নগর রেল স্টেশন সহ মোট তিনটি থানায় ২০০০ জনেরও বেশি আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি, এই ঘটনায় বিহারের জনপ্রিয় শিক্ষক খান স্যারের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। এছাড়াও, এসকে ঝা স্যার, নবীন স্যার, অমরনাথ স্যার, গগন প্রতাপ স্যার, গোপাল ভার্মা স্যার এবং অন্যান্য কোচিং অপারেটরের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাঁদের সকলের বিরুদ্ধে আইপিসির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫১, ১৫২, ১৮৬, ১৮৭, ১৮৮, ৩৩০, ৩৩২, ৩৫৩, ৫০৪, ৫০৬ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় সোমবার ও মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্যের ভিত্তিতে পত্রকার নগর থানায় মামলা করা হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে তাঁরা এই সহিংস আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিলেন। ওই ভাইরাল ভিডিওতে খান স্যারকে RRB NTPC পরীক্ষা বাতিল না করার জন্য রাস্তায় ছাত্রদের আন্দোলন করতে বলতে দেখা যায়।

এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই খান স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও, এই প্রসঙ্গে খান স্যার বুধবার সন্ধ্যায় একটি বিবৃতির মাধ্যমে বলেছেন যে, “RRB এখন যে সিদ্ধান্ত নিয়েছে, এটা যদি ১৮ তারিখে নিত, তবে এই পরিস্থিতি তৈরি হত না। তবে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে যে, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে।”

protest news

প্রসঙ্গত উল্লেখ্য যে, খান স্যার একজন জনপ্রিয় কোচিং শিক্ষক যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউবে খান জিএস রিসার্চ সেন্টারের মাধ্যমে অনলাইনে পাঠদান করেন। তিনি একদম নিজস্ব স্টাইলে পড়ান ছাত্রছাত্রীদের। বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে।

এদিকে, NTPC নিয়োগের ক্ষেত্রে CBT-1 পরীক্ষার ফলাফল ১৪ এবং ১৫ জানুয়ারি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) দ্বারা প্রকাশিত হয়েছিল। এই ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের CBT-2 অর্থাৎ দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য বাছাই করা হবে। প্রার্থীরা অভিযোগ করেছেন যে, RRB-NTPC ফলাফলে কারচুপি করা হয়েছে। যে কারণেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর