বাংলাহান্ট ডেস্ক : দোরগোড়ায় উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই এবার প্রকাশ্যে এলো রাজনৈতিক দলগুলির বিপুল সম্পত্তির পরিমাণ। সেই তালিকায় সবচেয়ে ধনী রাজনৈতিক দল হিসেবে নাম রয়েছে বিজেপির। নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআর এর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবর্ষে বিজেপির সর্বমোট সম্পত্তির পরিমাণ ৪৮৪৭.৭৮ কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বহুজন সমাজবাদী পার্টি। তাদের মোট সম্পত্তি ৬৯৮.৩৩ কোটি টাকা। সম্পত্তির দৌড়ে অনেকটাই পিছিয়ে কংগ্রেস।
২০১৯-২০২০ অর্থবর্ষে নিজেদের সম্পত্তির হিসেব ঘোষণা করেছিল ৭টি জাতীয় এবং ৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দল। সেই হিসেব অনুযায়ী ৭টি জাতীয় দলের মোট সম্পত্তি ৬৯৮৮.৫৭ কোটি টাকা, যার অর্ধেকেরও বেশি সম্পত্তি একা বিজেপির। বাকি ৪৪টি আঞ্চলিক দলের মোট সম্পত্তি ২১২৯.৩৮ কোটি টাকা।
৭টি জাতীয় দলের দেওয়া হিসেব অনুযায়ী মোট সম্পত্তির ৬৯.৩৭% এর মালিক বিজেপি। এই তালিকায় ৬৯৮.৩৩ কোটি টাকা এবং ৫৮৮.১৬ কোটি টাকার মালিকানা নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বহুজন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। ফিক্সড ডিপোজিটেও বিপুল পরিমাণ অর্থের অধিকারী বিজেপি। তাদের ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৩২৫৩ কোটি টাকা। সেখানে কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির ফিক্সড ডিপোজিট মাত্র ২৪০.৯০ এবং ৬১৮.৮৬ কোটি টাকার।
আঞ্চলিক দল গুলির মধ্যে সবচেয়ে ধনী সমাজবাদী পার্টি। তাদের মোট সম্পত্তি ৫৬৩.৪৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানার টিআরএস, তাদের সম্পত্তির পরিমাণ ৩০১.৪৭ কোটি টাকা। তৃতীয় স্থানে ২৬৭.৬১ কোটির মালিকানা নিয়ে তামিলনাড়ুর এআইএডিএমকে। আঞ্চলিক দলগুলির মোট সম্পত্তির ৯৫.২৭% এর মালিকানা রয়েছে মাত্র ১০ টি দলের হাতেই। অন্যান্য ধনী দলগুলির তালিকায় রয়েছে শিবসেনা, ডিএমকের নাম। যদিও এই তালিকায় প্রথম দিকের ধারেকাছেও আসতে পারেনি সিপিএম এবং তৃণমূলের মত দলগুলি। তৃণমূলের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ২১০ কোটি টাকা। আরও পিছিয়ে সর্বহারাদের দল সিপিএম। তাদের মোট সম্পত্তি মাত্র ২৫.৩২ কোটি টাকা।