বাংলাহান্ট ডেস্ক: মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন আবারো অভিনেতা অভিনেত্রীদের করোনা (corona) আক্রান্ত হওয়ার খবর মিলতে শুরু করেছে। মারণ ভাইরাসে বলিউডের যে যে অভিনেতা অভিনেত্রীরা এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন সেই তালিকায় এবার নাম লেখালেন কাজল (kajol)। প্রথম ও দ্বিতীয় ঢেউ এর সময়ে বেঁচে গেলেও তৃতীয় ঢেউয়ে আর করোনাকে ঠেকিয়ে রাখতে পারলেন না তিনি।
রবিবির সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন কাজল। তবে অদ্ভূত ভাবে নিজের ছবি পোস্ট করেননি তিনি। বদলে শেয়ার করেছেন মেয়ে নাইসা দেবগণের ছবি। ছবিতে হাসিমুখে দেখা গিয়েছে নাইসাকে। ছবিটি সম্ভবত কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের।
মেহেন্দি পরা হাতে একটি সুন্দর আংটি শো অফ করছেন তিনি। ছবিটি শেয়ার করে কাজল জানিয়েছেন, করোনার জন্য সর্দিতে তাঁর নাক লাল হয়ে রয়েছে। এমন অবস্থায় তাঁর নিজের ছবি দেওয়া সম্ভব নয়। তাই মেয়ের মিষ্টি হাসির ছবি শেয়ার করেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন কাজল।
https://www.instagram.com/p/CZVt3olJl11/?utm_medium=copy_link
চলতি মাসের শুরুতেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন কাজল। যদিও ঢিলেঢালা পোশাক, গায়ে চাদর, চোখে সানগ্লাস ও মুখে মাস্কের জন্য তাঁকে চেনা দায় হয়ে পড়েছিল। নেটনাগরিকদের খটকা লেগেছিল তাঁর হাঁটা দেখে। বিমানবন্দরের গেট থেকে গাড়ি পার্কিংয়ের জায়গা পর্যন্ত যেন ছুটে ছুটে গিয়েছেন কাজল। এমনকি নিজের সঙ্গে থাকা লোকজনদেরও তাড়া মারতে দেখা যায় তাঁকে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘রাজধানী এক্সপ্রেস’। এমন দৌড়ানোর জন্য তুমুল ট্রোল হয়েছিলেন কাজল। এমনকি অনেকে রসিকতা করেছিলেন, বাথরুমে যাওয়ার তাড়া রয়েছে অভিনেত্রীর।
প্রসঙ্গত, শেষবার ‘ত্রিভঙ্গা’ ছবিতে দেখা গিয়েছিল কাজলকে। এরপর কয়েকটি বায়োপিকের কাজ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতেও অভিনয় করবেন কাজল। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার হিরানি।