বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জুড়ে একাধিক ট্রেন বাতিল করল ইস্ট-কোস্ট রেল। জানা গিয়েছে যে, একনাগাড়ে চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে এই কারণে।
একনজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:
১. ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর জংশন (৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
২. ১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
৩. ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
৪. ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
৫. ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
৬. ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
৭. ১২৮২১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
৮. ১২৮২২ পুরী-শালিমার (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
৯. ১২৮৮১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
১০. ১২৮৮২ পুরী-শালিমার (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি)।
১১. ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম (১ ফেব্রুয়ারি)।
১২. ২২৮৫৪ শালিমার-বিশাখাপত্তনম (২ ফেব্রুয়ারি)
১৩. ২২৮৩৫ শালিমার-পুরী (২ ফেব্রুয়ারি)।
১৪. ২২৮৩৬ পুরী-শালিমার (১ ফেব্রুয়ারি)।
১৫. ০৮০১১ ভজনপুর-পুরী (৩ ফেব্রুয়ারি)।
১৬. ০৮০১২ পুরী-ভজনপুর (৪ ফেব্রুয়ারি)।
১৭. ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
১৮. ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
১৯. ২২৬০৫ পুরুলিয়া জংশন-ভিল্লুপুরম (৪ ফেব্রুয়ারি)।
২০. ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া জংশন (২ ফেব্রুয়ারি)।
২১. ১২৮৯৫ শালিমার-পুরী (৪ ফেব্রুয়ারি)।
২২. ১২৮৯৬ পুরী-শালিমার (৩ ফেব্রুয়ারি)।
২৩. ২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা (৩ ফেব্রুয়ারি)।
২৪. ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম (৪ ফেব্রুয়ারি)।