পায়ের তলায় সর্ষে, করোনা থেকে সেরে উঠেই পাহাড়ে ছুটলেন মিমি! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই করোনা থেকে সেরে উঠেছেন মিমি চক্রবর্তী (mimi chakraborty)। শরীর একটু সুস্থ হতেই আবারো উড়ু উড়ু মন তাঁর। বেড়িয়েও পড়েছেন কাঁধে ব‍্যাগ চাপিয়ে। অসুস্থতা কাটিয়ে বরফের টানে পাহাড়ে ছুটে গিয়েছেন অভিনেত্রী সাংসদ। মিমির কথায়, পুনরুজ্জীবিত করছেন তিনি নিজেকে।

সোশ‍্যাল মিডিয়ায় কয়েকটি ছবি, ভিডিও শেয়ার করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর প্রায় হাঁটু পর্যন্ত বরফে ডুবে রয়েছে। একটি লাঠি সম্বল করে বরফ ভেঙে তিনি হাঁটছেন। কিন্তু মুখে তাঁর হাসি লেগে রয়েছে। নীল ডেনিম, গোলাপি হাই নেক সোয়েটার ও বেগুনি জ‍্যাকেটে সেজেছেন মিমি। বরফের মাঝে একগুচ্ছ রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন তিনি।

IMG 20220130 180437
তিনি কোথায় গিয়েছেন সেটা জানা না গেলেও তাঁর ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যাচ্ছে তিনি যেখানে রয়েছেন সেখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি। একটি পাহাড়ি কুকুরেরও ভিডিও শেয়ার করেছেন তিনি। মিমি জানিয়েছেন, নিজের দুই সন্তান চিকু ও ম‍্যাক্সকে মিস করছেন তিনি।

Screenshot 2022 01 30 17 21 59 779 com.instagram.android
কিছুদিন আগে নিজের মায়ের কলেজের শাড়িতে সেজেছিলেন মিমি। ক‍্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মায়ের কলেজের শাড়ি, সেই যখন জলপাইগুড়ি গিয়েছিলাম নিয়ে এসেছিলাম। নতুন পাড় বসালাম, ব্লাউজটা একটু চাপালাম। আর পরলাম। মনটা ভাল হয়ে গেল, মা ছবিটা দেখে বলল।’

https://www.instagram.com/reel/CZVv1slqEDZ/?utm_medium=copy_link

কমেন্ট বক্সে প্রশংসার বন‍্যা বয়ে গিয়েছিল। মিমির ঘনিষ্ঠ বন্ধু পার্নো মিত্র লেখেন, ‘মিষ্টি’। অঙ্কুশ যথারীতি খুনসুটির সুরে লেখেন, ‘মনে পাথর রেখে বলছি, খুউব সুন্দর লাগছে।’ পালটা মিমি উত্তর দেন, ‘এটা বলার পর মরে যাস না!’ বঙ্গ নারীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। মেকআপ ছাড়া এত সাদামাটা সাজেও মিমিকে অপূর্ব দেখাচ্ছে, জানিয়েছেন অনুরাগীরা।

https://www.instagram.com/p/CZTMB3EvZqk/?utm_medium=copy_link

অনেকেই জানেন, মিমির আদি বাড়ি জলপাইগুড়িতে। সেখানেই থাকেন তাঁর মা ও পরিবারের বাকি সদস‍্যরা। শুধু কাজের সূত্রে কলকাতায় থাকেন মিমি। তবে সুযোগ পেলেই টুক করে নিজের শহরে ঘুরে আসেন তিনি। আর মিমি জলপাইগুড়ি যাওয়া মানেই সোশ‍্যাল মিডিয়ায় ছবি, ভিডিওর বন‍্যা। মিমির সঙ্গে সঙ্গে নেটনাগরিকরাও উপভোগ করেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য।


Niranjana Nag

সম্পর্কিত খবর