তথাগতর সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝেই ‘রহস‍্যময়’ পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ বিবৃতি, ভাইরাল ছবি নিয়ে চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: গত বছর থেকেই তথাগত মুখোপাধ‍্যায় (tathagata mukherjee), দেবলীনা দত্ত (debolina dutta) ও বিবৃতি চট্টোপাধ‍্যায়ের (bibriti chatterjee) ত্রিকোণ প্রেম বিতর্ক বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তথাগত দেবলীনার দীর্ঘদিনের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে টলিপাড়ার এই উঠতি অভিনেত্রীর জন‍্য। যদিও বিবৃতি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন বিবৃতি। সেখানে এক পুরুষের সঙ্গে দেখা মিলেছে অভিনেত্রীর। যদিও ছবিতে পুরুষের মুখ একেবারেই স্পষ্ট নয়। তাঁর মাথার পেছনে চুলের মাঝে আঙুল বুলোচ্ছেন বিবৃতি। নত চোখে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

IMG 20220131 010459
সংবাদ মাধ‍্যমের তরফে বিবৃতির কাছে পুরুষের পরিচয় জানতে চাওয়া হলে তিনি বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করতে চাননি। তবে প্রশ্ন উঠছে, বিবৃতির সঙ্গে এই পুরুষ কি তথাগত? কেনই বা তাঁর মুখ দেখালেন না অভিনেত্রী? প্রশ্ন উঠলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

দীর্ঘ আট বছরের সংসারে ভাঙন ধরেছে দেবলীনা তথাগতর। আলাদা থাকতেও নাকি শুরু করেছেন তাঁরা। দেবলীনা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সেই বাড়িতেই নাকি বিবৃতির সঙ্গে লিভ ইন করছেন তথাগত। এক প্রথম সারির সংবাদ মাধ‍্যমে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তথাগত।

https://www.instagram.com/p/CZTYR3ctKgr/?utm_medium=copy_link

তাঁর কথাতেই সম্পর্কে ফাটলের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তথাগত এর আগে জানিয়েছিলেন, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। মা বাবাকে সময় দিচ্ছেন। অশান্তির ছোঁয়া যেন তাঁদের গায়ে না লাগে সেদিকেই নজর রাখছেন। তিনি আরো জানান, তাঁর প্রথম বিয়ে ভাঙার পরে সরাসরি কোনো বিবৃতি দেননি তিনি।

এ বারেও কোনো মন্তব‍্য করতে চান না। অপরদিকে দেবলীনা জানান, তাঁর মায়ের হার্টের অসুখ আছে। শুটিংয়ের কাজ সামলে অসুস্থ মা, নিজের পোষ‍্য তিনটি সারমেয়দের দেখভাল করেই তাঁর দিন কাটছে। এছাড়া আর কোনো বিষয় নিয়ে মন্তব‍্য করতে চান না তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর