মা-ছেলের বয়সের ফারাক তিন বছর! রূপে নায়িকাদেরও টেক্কা দেবে আল্লু অর্জুনের অনস্ক্রিন মা

বাংলাহান্ট ডেস্ক: খ‍্যাতির শিখরে রয়েছেন আল্লু অর্জুন (allu arjun)। বলিউডকে সরাসরি চ‍্যালেঞ্জ জানিয়েছে তাঁর ছবি ‘পুষ্পা: দ‍্য রাইজ’ (pushpa)। ছবিটি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। বক্স অফিসে ৩০০ কোটির মাইল ফলক পেরোনো ছবি শুধু এদেশেই নয়, বিদেশের মাটিতেও তার ছাপ ফেলেছে। আল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মন্দানা, ফহাদ ফসিলরাও প্রশংসা কুড়িয়েছেন অনবদ‍্য অভিনয়ের জন‍্য।

আরো এক অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও কিন্তু ততটা খ‍্যাতি পাননি যতটা পাওয়ার যোগ‍্য। তিনি কল্পলতা (kalppalatha)। ছবিতে আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পারাজের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। একজন ‘সিঙ্গল মাদার’ এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবার পরিচয় না থাকায় তাঁর ছেলে পুষ্পা সমাজের চোখে ঘৃণার পাত্র। কারণ সে যে ‘অবৈধ’ সন্তান।

navbharat times 9
যদিও ছবির একটা মুহূর্তে জানা যায়, পুষ্পারাজের বাবা আসলে জীবিত। কিন্তু তিনি নিজে বিবাহিত হয়েও কল্পলতার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলেন। তাঁদেরই ছেলে পুষ্পা। বাবা মারা যাওয়ার পর পুষ্পার সৎ ভাই তাঁকে কখনোই বাবার পদবী ব‍্যবহার করতে দেয়নি। বারবার অপমানিত হতে হতে কখনো মাথা না নোয়ানোর প্রতিজ্ঞা করে পুষ্পা।

তবে সারা জীবন বাবার পরিচয়, স্নেহ না পেলেও সমাজের খারাপ ছোঁয়াচ থেকে ছেলেকে আগলে আগলে রেখেছিলেন তাঁর মা। একাই তিনি মানুষ করেছেন পুষ্পাকে। ছেলেও তেমনি মাতৃভক্ত। দরিদ্র মা যাতে পরবর্তীকালে সমস্ত সুখ সুবিধা, বড় হয়ে সবসময় সেটাই নজরে নজরে রেখেছে পুষ্পা।

IMG 20220131 163221
কল্পলতার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ তিনি। জানা যায়, ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন কল্পলতা। চরিত্রের প্রয়োজনে তাঁকে বয়স্ক লুক দেওয়া হলেও বাস্তবে কিন্তু আল্লু অর্জুনের থেকে মাত্র ৩ বছরের বড় কল্পলতা।

IMG 20220131 163234
অভিনেতার বয়স এখন ৩৯ বছর আর তাঁর অনস্ক্রিন মায়ের বয়স ৪২! অথচ ছবিতে দেখে তা বোঝার জো নেই। আসলে অনেক কম বয়সে বিয়ে করেছিলেন কল্পলতা। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। দুই চাকুরীরতা মেয়েও রয়েছে কল্পলতার।

Niranjana Nag

সম্পর্কিত খবর