লাইভ ম্যাচ চলাকালীন হল ভূমিকম্প, ক্যামেরায় বন্দি হল অদ্ভুত ঘটনা! ভাইরাল ভিডিও

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুপার লিগের সেমিফাইনালের জন্য চারটি দল যোগ্যতা অর্জন করেছে। ১লা ফেব্রুয়ারি ইংল্যান্ড প্রথম সেমিতে আফগানিস্তানের মুখোমুখি হবে এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই টুর্নামেন্টে এখনও অবধি বেশ কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত দেখা গেছে। তবে সম্প্রতি টুর্নামেন্ট চলাকালীন এমন কিছু ঘটনাও ঘটেছে, যা দেখে ক্রিকেট ভক্ত এবং ভাষ্যকাররাও অবাক হয়েছেন।

২৯ জানুয়ারি অর্থাৎ শনিবার দ্বিতীয় সেমিফাইনাল-২-এ মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের দল। ম্যাচচলাকালীনই মাঠে উপস্থিত সকলে ভূমিকম্প অনুভব করতে পারেন। তখন ব্যাট করছিল জিম্বাবোয়ে দল। ভূমিকম্পর মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে প্যাভিলিয়ন স্ট্যান্ডে লাগানো ক্যামেরা গুলিও কাঁপতে শুরু করে। প্রায় ২০ সেকেন্ড ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

তবে ওই সময়টুকু বাদ দিয়ে এটি ম্যাচে প্রভাব ফেলেনি এবং খেলা সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চলতে থাকে। ভূমিকম্পের মধ্যেও বোলিং অব্যাহত ছিল। গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। যে ক্যামেরায় লাইভ ম্যাচ কভার করা হচ্ছে সেটিও জোরে কাঁপতে থাকে। এই ভিডিও দেখে হতবাক ক্রিকেট ভক্তরা। ম্যাচ চলাকালীনই ভাষ্যকারদের মাঠের ঘটনা বাদ দিয়ে ভূমিকম্প নিয়ে কথা বলতে দেখা গেছে এবং তাদের ভীতসন্ত্রস্ত দেখা গেছে।

ঘটনাটি যখন ঘটল, আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথিউ হামফ্রিজ জিম্বাবোয়ে ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলটি জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটের হাতে তুলে দিচ্ছিলেন। এই ম্যাচে জয় তুলেছে আয়ারল্যান্ড দল। জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৪৮.৪ ওভারে ১৬৬ রান করে। জবাবে আয়ারল্যান্ড দল ৩২ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর