বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের প্রথম দিনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করেছেন। ইতিমধ্যেই এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিললেও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এটি একটি ভারসাম্যপূর্ণ বাজেট। তবে, সমগ্ৰ বাজেটে বেতনভুক্ত শ্রেণির কথা মাথায় রেখে কোনো ঘোষণা করা হয়নি।
এই বাজেটের ভিত্তিতে স্বাভাবিকভাবেই কিছু জিনিসের দাম বাড়লেও কমেছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও। শুল্ক কমানো-বাড়ানোর ভিত্তিতে দামগুলির হেরফের হবে বলে জানা গিয়েছে।চলতি বাজেটে যে সমস্ত জিনিসগুলির দাম আগের তুলনায় বাড়তে চলেছে সেগুলির মধ্যে অন্যতম হল ইমিটেশন জুয়েলারি।
এটির ওপর শুল্ক বাড়ানো হয়েছে যাতে এর আমদানি কমানো যায়। পাশাপাশি দাম বাড়ছে বিদেশি ছাতারও। এছাড়াও, মোট মূলধনের পণ্যের ওপর ৭.৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে।তবে, বর্তমান বাজেটের ভিত্তিতে দাম কমতে চলেছে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রেরও। ইতিমধ্যেই কৃষিজাত পণ্য সস্তা হতে চলেছে। পাশাপাশি, দাম কমেছে মোবাইল ফোন এবং তার চার্জারেরও।
এছাড়াও, হিরের গয়না, জুতো, চপ্পলের পাশাপাশি বিদেশি মেসিনপত্রের দামও কমতে চলেছে। শুধু তাই নয়, কাপড় এবং চামড়ার দামও কমানো হয়েছে বর্তমান বাজেটে।প্রসঙ্গত উল্লেখ্য, Ministry of Micro, Small & Medium Enterprises (MSME)-কে সাহায্য করার জন্য অর্থমন্ত্রী ইস্পাত স্ক্র্যাপের উপর শুল্ক ছাড় এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছেন। পাশাপাশি, পুদিনার তেলের ওপরও শুল্ক কমানো হয়েছে।