বাংলার হান্ট নিউজ ডেস্ক: প্রায়শই অনেক ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বিশেষজ্ঞ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম এবং সদ্য ভারতের সব ফরম্যাটের অধিনায়কত্ব হারানো বিরাট কোহলির মধ্যে তুলনা করেন। কিন্তু ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি এই সময়ে বিরাট এবং বাবর আজমের মধ্যে তুলনাকে একেবারেই উচিত বলে মনে করেননি। শামি বলেছেন, ফ্যাব ফোরের সঙ্গে বাবর আজমের তুলনা করা একেবারেই ন্যায্য নয়। বাবর বর্তমানে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটার এবং টেস্টেও তিনি প্রথম দশ জনের মধ্যে রয়েছেন। তাও এই তুলনায় খুশি নন শামি
মহম্মদ শামি বলেছেন যে বাবরকে ফ্যাব ফোরের স্তরে পৌঁছতে গেলে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে। শামির মতে, ‘কোন সন্দেহ নেই যে বাবর একজন দুরন্ত ক্রিকেটার, তবে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট-রা আলাদা উচ্চতার। তাদের সাথে বাবরের তুলনা করা অন্যায্য হবে। আমি বলব তাকে আরও বেশকিছু দিন খোলা মনে ক্রিকেট খেলতে দেওয়া উচিত। তবে তিনি তার বর্তমান ফর্ম ধরে রাখলে অবশ্যই সেরাদের মধ্যে জায়গা করে নেবেন।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাবর আজম তার ধারাবাহিক ফর্মের মধ্যে দিয়ে অনেক প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞদের নিজের ভক্ত বানিয়েছেন। এই ৬ বছরে তিনি পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট সহ ৮৩টি ওয়ান ডে এবং ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন। বাবরের রানের গড় ও বড় ইনিংস খেলার ক্ষমতার কারণে তাকে অনেকে বিশ্বের সেরাদের সাথে তুলনা করে থাকেন।
২৭ বছর বয়সী বাবরের দীর্ঘতম ফরম্যাটের গড় ৪৩.১৭। ওয়ান ডে ক্রিকেটে ৫৬.৯২ এবং টি-টোয়েন্টিতেও ৪৫ এর বেশি এভারেজ ধরে রেখেছেন তিনি। আন্তর্জাতিক অভিষেকের পর ৭ বছরে বাবরের শতরান সংখ্যা ২০ টি। বাবর আজমের নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচে ভারতীয় দলকে হারায় পাকিস্তান।