ভারতীয় দলে দ্বৈত অধিনায়কত্ব নিয়ে কি মত ধোনির? জানিয়ে দিলেন এই ভারতীয় তারকা-

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের জন্য এক সপ্তাহও বাকি নেই আর। সীমিত ওভারের ক্রিকেটে স্থায়ী অধিনায়ক হিসাবে রোহিত শর্মার যাত্রার সূচনা হবে এই সিরিজে। ভারতের টেস্টের দায়িত্ব কে নেবে সে বিষয়ে এখনও কোনও স্পষ্টতা নেই। গত মাসে বিরাট কোহলি টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর পদটি এখনও খালি রয়েছে।

এই বিষয়ে তার চিন্তাভাবনা শেয়ার করে, অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক বলেছেন যে তিনি কোহলির টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার অপ্রত্যাশিত সিদ্ধান্তের কারণ সম্পর্কে মন্তব্য করতে পারবেন। তবে এই বিষয়ে তিনি মহেন্দ্র সিং ধোনির একটি উক্তি স্মরণ করেছেন। তিনি বলেছেন যে ধোনি একবার স্পষ্টভাবে জানিয়েছেন ভারতে বিভক্ত অধিনায়কত্ব সিস্টেম চালানো খুব মুশকিল। কার্তিক একটি নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে আছে এমএস ধোনি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে একটি ক্রিকেট দেশ হিসাবে ভারতে বিভক্ত অধিনায়কত্ব করা খুব কঠিন।”

dhoni karthik 1

রোহিত শর্মা টেস্টে মনোনীত সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে পারায় লোকেশ রাহুল সেই ভূমিকা পালন করেছিলেন। তাই তাকেই সব ফরম্যাটের অধিনায়ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে রিশভ পন্থের নামও কেউ উড়িয়ে দিচ্ছেন না একেবারেই।

প্রথম টেস্ট স্বচ্ছন্দ্যে জিতলেও ভারত দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্ট ১-২ ব্যবধানে হেরে যাওয়ার একদিন পর কোহলি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। কার্তিক বলেছেন যে কোহলি প্রতিটি ম্যাচের আগে যে প্রচেষ্টা রাখেন সে সম্পর্কে তিনি সচেতন। তাই এই সিরিজ হারের জন্য তাকে দায়ী করা উচিত নয়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর