বাংলাহান্ট ডেস্ক : শীত আর মাত্র কিছু ঘন্টার অতিথি পশ্চিমবঙ্গে (West Bengal)। তারপর আজ থেকেই শুরু হতে চলেছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা যেটি পূর্ব ভারতের দিকে এগোচ্ছিল সেটি অবশেষে এসে পৌঁছেছে পূর্ব দিকে, যার জেরে আজ সকাল থেকেই বৃষ্টি সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০° সেলসিয়াস
আদ্রতা : ৯৯%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৩%
আজকের আবহাওয়া
ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। আজ থেকেই রাজ্যে শুরু হবে বৃষ্টি। আজ সকালের মধ্যেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আজ সকালের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, ও দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল ৭০-১১০ সেমি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। জারি হলুদ সতর্কতা। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধসের সম্ভাবনাও থাকছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৫ তারিখও বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে, তবে ৫তারিখের জন্য এখনও অবধি সতর্কবার্তা নেই কোনো।
অন্যদিকে আজ থেকেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া বৃষ্টি হবে। বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নদিয়া জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৫ তারিখ বিকেল থেকে আবার উন্নতি হবে আবহাওয়ার। আগামী ২ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ২-৩° সেলসিয়াস।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াস। বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে। জারি হয়েছে হলুদ সতর্কতাও।