টাকার বিনিময়ে সম্পর্ক নয়, ভালবেসেই উপহার দিয়েছেন! জ‍্যাকলিনের বিপদে পাশে প্রতারক প্রেমিক সুকেশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez) ও সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) সম্পর্ক এখন সর্বজন বিদিত এবং বলি ইন্ডাস্ট্রির অন‍্যতম হট টপিকও বটে। ২০০ কোটি টাকার প্রতারণা মামলার মূল পাণ্ডা সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের যে একটা বিশেষ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সেকথা স্বীকার করেছেন খোদ প্রতারক।

অভিনেত্রীকে প্রায় কোটি টাকা মূল‍্যের উপহারও দিয়েছেন তিনি। যদিও সে সব উপহারই এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে। এবার সুকেশ দাবি করলেন, জ‍্যাকলিন ও তাঁর মধ‍্যে অর্থ সংক্রান্ত লাভ জনক কোনো সম্পর্ক ছিল না। তিনি যেসব উপহার তাঁকে দিয়েছেন সেসবই ভালবাসার উপহার বলে জানিয়েছেন সুকেশ। জেল থেকে এই বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি।


নতুন বছরের শুরুর দিকেই সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ায় তোলপাড় হয়েছিল নেটমাধ‍্যম। নিজের আইনজীবীর মাধ‍্যমে প্রকাশ করা একটি চিঠিতে বিষয়টা নিয়ে সুকেশ মন্তব‍্য করেন, এটা খুবই দুঃখজনক এবং অস্বস্তিকর। অভিনেত্রীকে যেন খারাপ ভাবে না দেখানো হয় সেই আর্জিও জানিয়েছেন সুকেশ।

তাঁর বিবৃতিতে লেখা হয়, ‘আমি আগেও জানিয়েছি জ‍্যাকলিন আর আমি একটা সম্পর্কে ছিলাম। আমরা দেখা করতাম। কিন্তু এর সঙ্গে কোনো অর্থ সংক্রান্ত লাভের ব‍্যাপার জড়িত ছিল না, যেভাবে পুরো বিষয়টা দেখানো হচ্ছে। খারাপ ভাবে বিষয়টা নিয়ে ট্রোল করা হচ্ছে।’

তিনি আরো জানিয়েছেন, জ‍্যাকলিনকে তিনি যে উপহারগুলো দিয়েছেন বা তাঁর পরিবারের জন‍্য যা যা করেছেন সেটা প্রিয় মানুষের জন‍্য সবাই করে থাকে। এটা সাধারন ব‍্যাপার বলেই মনে করেন সুকেশ। কোনোটাই ‘অপরাধ’ নয়। সুকেশের দাবি, ‘স্বার্থহীন ভাবে ভালবেসে যাওয়া’ ছাড়া আর কিছুই করেননি তিনি।


জানুয়ারির শুরুতে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় জ‍্যাকলিনের নাকে চুম্বন করছেন প্রতারক ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। হাসিমুখে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী। তাঁর গলায় স্পষ্ট লাল ‘লভ বাইট’। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি ছড়িয়ে পড়তেই মুখ খোলেন অভিনেত্রী।

জ‍্যাকলিন লেখেন, ‘এই দেশ ও দেশের বাসিন্দারা আমাকে সবসময় অত‍্যন্ত ভালবাসা ও সম্মান দিয়েছে। এর মধ‍্যে আমার সংবাদ মাধ‍্যমের বন্ধুরাও রয়েছেন যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। এই মুহূর্তে আমি খারাপ সময়ের মধ‍্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত আমার বন্ধু ও অনুরাগীরা আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে দেখবে।’

জ‍্যাকলিন আরো যোগ করেন, ‘এই বিশ্বাস থেকেই আমি আমার মিডিয়ার বন্ধুদের আবেদন করব এমন কোনো ছবি না ছড়াতে যা আমার ব‍্যক্তিগত পরিসরে আঘাত হানে। নিজের প্রিয় মানুষদের সঙ্গে এমনটা করবেন না, আমি নিশ্চিত আমার সঙ্গেও করবেন না। আশা করছি বিচার ও শুভ চেতনার জয় হবে।’

X