বাংলার হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় দল প্রস্তুতি সম্পূর্ন করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং ওয়ান ডে সিরিজে শোচনীয় হারের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দল-কে। তারপরে টেস্ট অধিনায়কত্বও ছেড়েছিলেন বিরাট। ওয়ান ডে সিরিজে নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। তবে এই সিরিজে চোট কাটিয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের এবং টি টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্স করতে চায় ভারত। কিন্তু একদিনের সিরিজে তারা ফর্মে থাকা শিখর ধাওয়ান এবং ঋতুরাজ গায়কোয়াড-কে পাবে না ভারত। তবু ভারতের হাতে মজুত থাকছে বিকল্প। প্রয়োজনে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে জুটি বাঁধতে পারেন বিরাট কোহলি স্বয়ং।
ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটি সিরিজ শেষ হলেই ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। সেই সফরে ভারতের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে তারা। সেই সিরিজেই নিজের শততম টেস্ট খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছেন ওই সিরিজের প্রথম টেস্ট হবে গোলাপি বলের দিন রাতের ম্যাচ। অর্থাৎ বিরাটের ১০০ তম টেস্টটি হতে চলেছে পিঙ্ক টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরে পিঠের চোটের জন্য একটি টেস্ট মিস করেছিলেন কোহলি। নয়তো নিজের শততম টেস্টটি দক্ষিণ আফ্রিকার মাটিতেই অধিনায়ক হিসেবে খেলতে পারতেন।