পশ্চিমবঙ্গে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল একাধিক ট্রেন! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ফের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল রেল। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। জানা গিয়েছে যে, পূর্ব-মধ্য রেলের ধানবাদ ডিভিশনে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত কাজ চলবে। যে কারণে আগামী রবিবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকে সর্বমোট ৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

তাই, দূরপাল্লার যাত্রী শুরু করার আগে এখনই দেখে নিন বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা।

১. ১১৪৪৭ জব্বলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস (আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে এই ট্রেনটি)।

২. ১১৪৪৮ হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস (আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে এই ট্রেন চলাচল)।

৩. ১৯৪১৩ আমদাবাদ-কলকাতা এক্সপ্রেস ( আগামী ৯ ফেব্রুয়ারি বন্ধ থাকবে এই ট্রেন)।

৪. ১৯৪১৪ কলকাতা-আমদাবাদ এক্সপ্রেস (আগামী ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকছে এই ট্রেন)।

৫. ১৯৬০৭ কলকাতা-মাদার এক্সপ্রেস ( আগামী ১০ ফেব্রুয়ারি বন্ধ থাকছে এই ট্রেন চলাচল)।

৬. ১৯৬০৮ মাদার-কলকাতা এক্সপ্রেস (আগামী ৭ ফেব্রুয়ারি বন্ধ থাকছে এই ট্রেন)।

৭. ১৩০২৫ হাওড়া-ভোপাল এক্সপ্রেস (আগামী ৭ ফেব্রুয়ারি বন্ধ থাকছে এই ট্রেন পরিষেবা)

৮. ১৩০২৬ ভোপাল-হাওড়া এক্সপ্রেস (আগামী ৯ ফেব্রুয়ারি বন্ধ থাকছে এই ট্রেন চলাচল)।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে একনাগাড়ে চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করে দেয় ইস্ট-কোস্ট রেল। গত ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুরী, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, কেওনঝড় সহ বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয় এই কারণে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X