১০০০ তম ওডিআই ম্যাচ খেলা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠবে ভারত, রইলো উল্লেখযোগ্য মুহূর্তগুলি

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ৬ই ফেব্রুয়ারি, যখন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে তখন তৈরি হবে ইতিহাস। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০০তম ওডিআই ম্যাচ খেলবে। এই মাইলফলকে পৌঁছতে ভারতের ৪৮ বছর লেগেছে। ভারতীয় দল ১০০০ তম একদিনের ম্যাচ খেলা প্রথম দল হবে। অজিত ওয়াদেকরের নেতৃত্বে ভারত ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলে।

ভারতের ১০০তম জয় পেতে ১৯ বছর সময় লেগেছিল। তারপর থেকে তার জয়ের সংখ্যা ৫০০-তে নিয়ে যেতে ৪৫ ​​বছর লেগেছিল। এখনও পর্যন্ত ২৪২ জন খেলোয়াড় ভারত থেকে ওডিআই ম্যাচ খেলেছেন। ভেঙ্কটেশ আইয়ার হলেন ২৪২ তম ভারতীয় খেলোয়াড়, যিনি গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক করেছিলেন। ভারতের এই ১০০০ তম ম্যাচে পৌঁছনোর যাত্রাটা তুলে ধরা হলো।

প্রথম ম্যাচ: ১৯৭৪ সালে অজিত ওয়াদেকরের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলা, ভারতকে হারতে হয়েছিল।
১০০ তম ম্যাচ: কপিল দেবের নেতৃত্বে ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এই ম্যাচেও ভারত হেরে যায়।
২০০ তম ম্যাচ: ১৯৯২ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচেও ভারত হেরে যায়।
৩০০ তম ম্যাচ: ১৯৯৬ সালে সচিন টেন্ডুলকারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ খেলেছিল ভারত, এই ম্যাচেও ভারতকে হারতে হয়।
৪০০ তম ম্যাচ: ১৯৯৯ সালে কেনিয়ার বিরুদ্ধে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে এই ম্যাচে ভারত জয় পেয়েছিল।
৫০০ তম ম্যাচ: ২০০২ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ অমীমাংসিত থাকে।
৬০০ তম ম্যাচ: ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বীরেন্দ্র সেওবাগের নেতৃত্বে এই ম্যাচে জয় পেয়েছিল ভারত।
৭০০ তম ম্যাচ: ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনির অধিনায়কত্বে এই ম্যাচে জয় পেয়েছিল।
৮০০ তম ম্যাচ: ২০১২ ধোনির অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ভারতকে হারতে হয়।
৯০০ তম ম্যাচ: ২০১৬ সালে ধোনির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারত জয় পেয়েছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর