৫ বছরে সম্পত্তি বাড়ল যোগী আদিত্যনাথের, নির্বাচনী হলফনামায় প্রকাশ্যে এল সেই তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আসনটিই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর প্রধান কারণ হল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। শুক্রবার তিনি গোরক্ষপুর থেকে মনোনয়ন জমা দেন। মনোনয়ন দাখিলের সময় প্রার্থীকে তার মোট সম্পদের হিসাব প্রকাশ করতে হয়। আসুন জেনে নেওয়া যাক কত সম্পত্তির মালিক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সিএম যোগী আদিত্যনাথের হলফনামা অনুযায়ী, MLC (বিধান পরিষদ নির্বাচিত হওয়ার সময় যোগী আদিত্যনাথের মোট সম্পত্তি ছিল ৯৫ লক্ষ ৯৮ হাজার টাকা। যা এখন বেড়ে ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা হয়েছে। অর্থাৎ ইউপির মুখ্যমন্ত্রী থাকাকালীন যোগী আদিত্যনাথের সম্পদ বেড়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।

হলফনামায় মুখ্যমন্ত্রী যোগী আরও জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা নথিভুক্ত নয়। আপনাদের বলে দিই যে, মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে যোগী আদিত্যনাথের সম্পদ ছিল ৭২ লাখ ১৭ হাজার টাকা।

yogi adityanath 123

  • হলফনামা অনুযায়ী যোগী আদিত্যনাথের কাছে ১ লক্ষ টাকা নগদ রয়েছে।
  • মুখ্যমন্ত্রীর যোগী আদিতনাথের কাছে একটিও গাড়ি নেই। যদিও, এর আগে যোগী আদিত্যনাথ নিজের কাছে দুটি গাড়ি আছে বলে জানিয়েছিলেন।
  • যোগী আদিত্যনাথের কাছে ৬টি শহরের আলাদা আলাদা ব্যাংকে ১১টি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ১ কোটি ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা জমা রয়েছে।
  • মুখ্যমন্ত্রী যোগীর কাছে জমি বা বাড়ি নেই। তবে ওনার ন্যাশালান সেভিং স্কিমস আর বীমা পলিসিতে ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।
  • মুখ্যমন্ত্রী যোগীর কাছে একটি মোবাইল ফোন রয়েছে। যার দাম ১২ হাজার টাকা।
  • মুখ্যমন্ত্রীর কাছে দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে। একটি রিভলভারের দাম ১ লক্ষ টাকা। একটি রাইফেলের দাম ৮০ হাজার টাকা।
  • মুখ্যমন্ত্রীর কাছে ৪৯ হাজার টাকার সোনার বালা রয়েছে। পাশাপাশি সোনার চেন আর রুদ্রাক্ষের মালা রয়েছে। যার দাম ২০ হাজার টাকা। আর মালার ওজন ১০ গ্রাম।
Koushik Dutta

সম্পর্কিত খবর