ব্যাটে ১০০ রান, বল হাতে ৫ উইকেট! শ্রীলঙ্কাকে একাই দুরমুশ করলেন পাকিস্তানের তরুণ অধিনায়ক

বাংলার হান্ট নিউজ ডেস্ক: জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ করলো পাকিস্তান। বৃহস্পতিবার পঞ্চম স্থানের প্লে-অফ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবারের মতো নিজেদের শেষ ম্যাচ খেলে ফেললো। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালে হারের পর দুই দলেরই ট্রফি তোলার সম্ভাবনা শেষ হয়ে যায়।

কিন্তু গতকাল পঞ্চম স্থান নির্ধারণের খেলায় জয়লাভের পাশাপাশি, পাকিস্তানের অধিনায়ক কাসিম আক্রম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একটি চাঞ্চল্যকর রেকর্ডের মাধ্যমে ইতিহাস রচনা করেন। প্রথম পাকিস্তানের ক্রিকেটার হিসাবে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই ম্যাচে শতরান ও ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

Qasim Akram

পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ শেহজাদ (৭৩) এবং হাসিবুল্লাহ খান (১৩৬) ১৩৪ রানের জুটি গড়ে দলকে শক্তিশালী স্টার্ট দিয়েছিল। এরপর পাক অধিনায়ক আক্রমের অপরাজিত ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসের দৌলতে তিনি দলকে বিশাল অঙ্কের স্কোরে নিয়ে যান। ৩৬৫ রান বোর্ডে তোলে পাকিস্তান।

বিনিময়ে, শ্রীলঙ্কা রান তাড়া করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। তারা মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল। আক্রম বল হাতেও তিনি দুর্দান্ত বোলিং শুরু করেছিলেন এবং মাত্র ৩৭ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করে করেছিলেন তিনি। এরফলে শুধু পাকিস্তানেরই নয় আকরাম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার করেন আক্রম।

Reetabrata Deb

সম্পর্কিত খবর