বাংলা হান্ট নিউজ ডেস্ক: করোনার আতঙ্ক কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। কিন্তু প্রথমে অনুমতি পাওয়া যাবে ভাবলেও আহমেদাবাদে আয়োজিত একদিনের সিরিজের মতোই ইডেন গার্ডেন্সের তিনটি টি টোয়েন্টি ম্যাচও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবারই গোটা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহানগরের ক্রিকেট কার্নিভ্যালকে জনপ্রিয় করে তুলতে ইডেনের মোট আসনসংখ্যার ৭৫ শতাংশ দর্শক স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিয়েছিলেন। তবে আজই বোর্ড প্রধান সৌরভ একটি বিবৃতিতে জানান, “প্রথমেই একটা বিষয় বলে রেখে ভালো যে তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আমরা ইডেনের গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি দিতে পারছি না। সাধারণ দর্শকদের জন্য থাকছে না কোনও টিকিটের ব্যবস্থা। শুধুমাত্র সিএবি কর্তা ও বিভিন্ন সংস্থাগুলির প্রতিনিধিরা ছাড়া আর কাউকেই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।“
এরপর বিসিসিআই সভাপতি আরও যোগ করেছেন, “আমরা বর্তমানে একটা কঠিন সময়ের মোকাবিলা করছি। ইতিমধ্যেই ভারতীয় দলে করোনার সংক্রমণ ছড়িয়েছে। এমন অবস্থায় মাঠে দর্শক ডেকে এনে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নেব না আমরা। রাজ্য সরকারের অনুমতি থাকলেও বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।“
আহমেদাবাদে ওয়ান ডে সিরিজ সম্পূর্ণ করে ১৬ই ফেব্রুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ২০১৯ এরপরে প্রথমবারের জন্য ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় তারকাদের দেখার জন্য মুখিয়ে ছিলেন অগণিত কলকাতার ক্রিকেট অনুরাগীরা। অবশেষে রাজ্য সরকারের ঘোষণার পর থেকে সিএবি কর্তাদের থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই উচ্ছ্বসিত ছিলেন। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া হতে হলো বিসিসিআইকে।