বাংলাহান্ট ডেস্ক : অবশেষে সুখবর। সরস্বতী পুজোয় রোদ ঝলমলে আবহাওয়া পাবে বাঙালি। আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। তবে এখনই কাটছে না উত্তরবঙ্গের মেঘ। আপাতত বৃষ্টি এবং তুষারপাত জারি থাকছে উত্তরে। রবিবার থেকে ক্রমশ উন্নতি হবে উত্তরবঙ্গের আবহাওয়ার।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আদ্রতা : ৯৩%
বাতাস : ১৩.৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%
আজকের আবহাওয়া
গতকাল সকাল থেকেই ঝমঝমে বৃষ্টিতে ভিজেছে রাজ্য। কিন্তু বিকেলের দিক থেকে উন্নতি ঘটতে থাকে আবহাওয়ার। বৃষ্টির কারণে বেশ কিছুটা নেমেছে পারদ। আজ বাঙালির সরস্বতী পুজো। তাই আজকের আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিল আপামর বাঙালি। ২ বছর পর আবারও স্কুল-কলেজে আজ হচ্ছে বাণী বন্দনা। তবে সুখবর। আজ সারাদিন রোদঝলমলে থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। গতকাল বৃষ্টির কারণে শিরশিরে শীতের আমেজও থাকবে বাতাসে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গতকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রা। আজও সমান তালেই চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে বৃষ্টি হবে আজও। গতকাল থেকেই তুষারপাত এবং শিলাবৃষ্টি চলছে দার্জিলিং এবং কালিম্পং এ। গতকাল ভারী তুষারে ঢাকা পড়েছে দার্জিলিং শহরও। আজ তাপমাত্রা আরও কমার সঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টি এবং তুষারপাত।
অন্যদিকে,আজ মেঘ কাটবে দক্ষিণ বঙ্গে। সরস্বতী পুজোয় সারাদিন শুষ্ক থাকবে আবহাওয়া। পাওয়া যাবে রোদ ঝলমলে দিনও। গতকাল বৃষ্টির জেরে বেশ কিছুটা নিম্নগামী দক্ষিণবঙ্গের পারদ। তাই আজ সরস্বতী পুজোর শিরশিরে শীতের অনুভূতি থাকবেই। শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। ফলে সরস্বতী পুজোর পর থেকে আবার বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গেও ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।