আমির খানের হুকুম বলে কথা! ঝগড়া মিটিয়ে একসঙ্গে গান বাঁধলেন সোনু-প্রীতম

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন হয়ে গেল বলিউডি ছবির জন‍্য আর গান গাইতে দেখা যায়না সোনু নিগমকে (sonu nigam)। ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় ও সফল গায়কদের মধ‍্যে একজন তিনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক সময় সঙ্গীত জগতে দাপিয়ে বেড়ালেও এখন আর দেখাই যায় না সোনুকে। তবে তাঁর অনুরাগীদের জন‍্য রয়েছে সুখবর। আবারো বলিউডে কামব‍্যাক করতে চলেছেন তিনি। সৌজন‍্যে আমির খানের (aamir khan) আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’।

বাঙালি সঙ্গীত পরিচালক প্রীতমের (pritam) সুরে একটি গান গাইতে চলেছেন সোনু। উল্লেখ‍্য, সোনু ও প্রীতমের মধ‍্যেকার সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা আগেই জানা গিয়েছে। এর আগে ‘ইয়ে জওয়ানি হ‍্যায় দিওয়ানি’ ছবিতে প্রীতমের সুরে ‘শুভানাল্লাহ’ গানটি গেয়েছিলেন সোনু।

sonu
কিন্তু তাঁর গাওয়া গান বাতিল হয়ে যায় শ্রীরামা চন্দ্রর কাছে। হিটও হয় গানটি। সেটাই প্রীতমের সঙ্গে সোনুর শেষ কাজ। তবে এত বছর পর যে আবার এক হলেন দুজন? সংবাদ মাধ‍্যমকে সোনু জানান, প্রীতম খুব ভালভাবেই, সম্মান দিয়ে তাঁকে গানটি গাওয়ার প্রস্তাব দিয়েছেন। উপরন্তু আমির খান ও ‘লাল সিং চাড্ডা’র প্রযোজকরাই তাঁকে দিয়ে গান গাওয়াতে চান।

তবে সোনু স্পষ্ট জানান, তিনি এমন কোনো ছবির জন‍্য গান গাইতে চান না যেখানে একাধিক গায়ক গান গাওয়ার চেষ্টা করেছেন। অবশ‍্য তাঁর অন‍্য কোনো গায়কের সঙ্গে কোনো বিরোধ নেই। সোনুর বক্তব‍্য, ‘শুভানাল্লাহ’ গানটি শ্রীরামা চন্দ্রের ভাগ‍্যে ছিল। তাই তিনি পেয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় ঘোষনা করা হয়েছে সোনুর নাম। পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। সঙ্গীত জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের। ২০০৩ সালে কাল হো না ছবিতে সেরা পুরুষ প্লেব‍্যাক সিঙ্গারের জন‍্য জাতীয় পুরস্কার পান সোনু।


Niranjana Nag

সম্পর্কিত খবর