বাংলাহান্ট ডেস্ক: বাগদেবীর আরাধনার পরদিনই সুরহীন হয়েছে ভারতবর্ষ। প্রয়াত হয়েছেন জীবন্ত সরস্বতী ভারতরত্ন লতা মঙ্গেশকর (lata mangeshkar)। গোটা দেশ এখনো স্তব্ধ ঘটনার আকস্মিকতায়। নামীদামী ব্যক্তিত্ব থেকে আমজনতা, প্রিয় লতাজির প্রয়াণে চোখ সজল হয়ে উঠছে সকলেরই। রবিবারই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুরসম্রাজ্ঞীর। সেখানেই শাহরুখ খানের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। করোনা কাটিয়ে উঠলেও তার পরবর্তী জটিলতার জেরে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় গায়িকার। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। উপস্থিত ছিলেন বলিউডের নামীদামী ব্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা।
সেখানকারই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ ও তাঁর ম্যানেজার পূজা ডাডলানির একটি ছবি। অভিনেতা দোয়া প্রার্থনা করছেন প্রয়াত লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনায়। পাশে পূজাকে দেখা যাচ্ছে হাত জোড় করে প্রার্থনা করতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গায়িকার পা ছুঁয়েও প্রণাম করেন শাহরুখ।
ছবি ভাইরাল হতেই প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এই ছবি ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিচ্ছবি। একজন লিখেছেন, লতা মঙ্গেশকর জীবিতাবস্থায় সব ধর্মের মানুষকে এক করেছিলেন আর মৃত্যুর পরেও সেটাই করছেন। শাহরুখ ভালবাসা ছড়াচ্ছেন। আবার অনেকে অভিযোগ করেছেন, শাহরুখ নাকি লতা মঙ্গেশকরের মরদেহের উপরে ‘থুতু’ ফেলেছেন।
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরেরের বোন উষা মঙ্গেশকর তাঁর মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে। ভারতীয় সাংষ্কৃতিক জগতে ইন্দ্রপতন। গোটা দেশ শোকাহত বর্ষীয়ান গায়িকার প্রয়াণে।
টুইটারে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ। দয়াশীল ও যত্নবান লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রয়াণে আমাদের দেশে যে শূন্যতা তৈরি হল তা আর কোনোদিন পূর্ণ হবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংষ্কৃতির একজন দিকপাল হিসাবে চিনবে, যার সুরেলা গলা মানুষকে মুগ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখত।’