পাকিস্তান বাঁচাতে চিনের শরণাপন্ন, ফের ভিক্ষার ঝুলি নিয়ে জিনপিংয়ের দরবারে ইমরান খান

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, ভেঙে পড়া অর্থনীতি নিয়ে টালমাটাল অবস্থা সেদেশের। এবার এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিনের কাছেই হাত পাতল ইমরান খানের সরকার।

শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানে যোগ দিতে চিনে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই চিনের থেকে অর্থ সাহায্য চাইলেন তিনি। পাশাপাশি চিনা সংস্থাগুলিকে পাকিস্তানে বিনিয়োগের আবেদনও জানালেন। অলিম্পিং এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে গেলেও আদপে চিনের রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করতেই গেছেন পাক প্রধানমন্ত্রী। চিন-পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে শুক্রবার চিন সরকারের সঙ্গে নতুন একটি চুক্তিও সাক্ষর করেন তিনি।

চারদিন ব্যাপি চিন সফরে সেদেশের আমলা, নেতা এবং মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও সেরে ফেলেছেন ইমরান খান। চিনের প্রধান পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হি লিফেংও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। একই সঙ্গে পাকিস্তানে চিনা বিনিয়োগের ব্যাপারে লিফেং এর সঙ্গে লম্বা বৈঠক হয় ইমরান খানের। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চিনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও সাক্ষর করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী মহম্মদ আফজার এহেসানের সঙ্গে লিফেং এর এই চুক্তিগুলিতে মূলত জোর দেওয়া হয়েছে পাকিস্তানে বিদেশী বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যের উন্নতি, নতুন পরিকল্পনা রূপায়ণ এবং তদারকির মত বিষয়গুলির উপর।

pakistanpruiams February42022020318334420220203191828

প্রসঙ্গত উল্লেখ্য, বালুচিস্তানের সঙ্গে লড়াই চলছে পাক সেনার। বালোচ বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে প্রায় ১৭০ জন সেনা। যুদ্ধ পরিস্থিতির জেরে টালমাটাল অবস্থা দেশের। একেই মুদ্রাস্ফীতি, তার উপর বাকি বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে খারাপ সম্পর্ক সবকিছুর জেরে এবার কার্যতই চোরাবালিতে পাকিস্তান। এবার চিনের সাহায্য কতখানি ফলদায়ী হবে সেদেশের জন্য সেটাই দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর