গালওয়ান সংঘর্ষে শহীদ হয়েছিলে নায়েক দীপক সিং, এবার সেনায় ভর্তি হচ্ছেন ওনার স্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বিহার রেজিমেন্টের ১৬ তম ব্যাটালিয়নের শহীদ নায়েক দীপক সিং (Naik Deepak Singh) যিনি গালওয়ান উপত্যকায় অদম্য সাহসিকতার সাথে পরাক্রমশালী চীনা সৈন্যদের পরাজিত করে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। তাঁর স্ত্রী রেখা দেবী (Rekha Devi) এখন সেনাবাহিনীতে একজন অফিসার হবেন। সেনাবাহিনীতে অফিসার হওয়ার জন্য রেখা দেবী গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রেখা দেবী সেনাবাহিনীর কঠিন ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি চেন্নাইয়ের অফিসার ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। আপনাদের বলে দিই, ১৫ জুন ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে একটি সংঘর্ষে নায়েক দীপক সিং শহীদ হন।

নায়েক দীপক সিংয়ের স্ত্রী রেখা দেবীর বয়স ২৩ বছর এবং তিনি এই পরীক্ষাটি পাস করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের বিতাড়নের সময় নায়েক দীপক সিং শহীদ হয়েছিলেন। গত বছরের নভেম্বরে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করেছিলেন। পরম বীর চক্র, মহা বীর চক্রের পর বীর চক্র হল যুদ্ধের সময় সামরিক বাহিনীর জন্য তৃতীয় সর্বোচ্চ পুরস্কার।

রেখা দেবী এলাহাবাদে সেনাবাহিনীর পাঁচ দিনের সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং অত্যন্ত কঠিন সেনা পরীক্ষায় উত্তীর্ণ হন। শুক্রবার সেনাবাহিনীর সার্ভিসেস সিলেকশন বোর্ড রেখা দেবীকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ বলে ঘোষণা করেছে। এখন ওনাকে চেন্নাইয়ে প্রি-সার্ভিস ট্রেনিং দেওয়া হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে রেখা দেবীকে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

galwan6

জানিয়ে রাখি, শহীদের স্ত্রীরা পরীক্ষায় বয়সে ছাড় পান। উল্লেখ্য, OTM-র বয়স সীমা হল ১৯ থেকে ২৫ বছর৷ রেখা দেবীর বয়স এখন মাত্র ২৩ বছর। রেখা দেবী চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে নয় মাসের কঠোর প্রশিক্ষণ নেবেন। এরপর তাকে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে।

রেখা মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা। সেনাবাহিনীতে যোগদানের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত সিডিএস পরীক্ষায় শহীদদের স্ত্রীদের ছাড় দেওয়া হয়, তবে এসএসবি দ্বারা পাঁচ দিনের জন্য কঠিন পরীক্ষা নেওয়া হয়। এর পর তাদের নির্বাচন করা হয়। এই নিয়মেই শহীদদের নিকটাত্মীয়দের নিয়োগ দেওয়া হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর