বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিনের মধ্যেই এবার বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে রান্নার গ্যাস। সর্বপ্রথম কলকাতাতেই চালু হবে এই পরিষেবা। এবার এমনটাই ঘোষণা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ২০২৪ সালের মধ্যেই চালু হতে চলেছে এই পরিষেবা, একথাও জানান তিনি।
জোরকদমে চলছে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ। কেন্দ্রীয় সংস্থা গেইল এবং গ্রেটার গ্যাস কর্পোরেশনের মিলিত উদ্যোগে তৈরি হয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন। আপাতত বর্ধমানের পানাগড় থেকে কলকাতা ও হলদিয়া অবধি গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ করবে গেইল। অন্যদিকে কলকাতার ই এম বাইপাস মুকুন্দপুর এবং বজবজ অবধি বসানো হবে পাইপ।
ফিরহাদ হাকিম বলেন, ‘ গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আসানসোল, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত এসে গেছে পাইপ লাইন। সেখান থেকে এবার কলকাতায় আনার কাজ চলছে।’ ইতিমধ্যেই এই ব্যাপারে ১১ টি পেট্রোল পাম্পে গ্যাস সরবরাহ চালুও হয়ে গেছে বলেই জানান মেয়র। এখান থেকেই বাড়ি বাড়িতে পৌঁছে যাবে গ্যাস।
এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও সারা হয়ে গেছে সরকারের। সর্বপ্রথম কলকাতাতেই চালু হতে চলেছে এই পরিষেবা। সিলিন্ডারের পাশাপাশি অতি শীঘ্রই জলের মতই বাড়িবাড়ি পাইপ লাইনের মাধ্যমে মিলবে গ্যাস। কলকাতা ছাড়াও রাজ্যের জেলাগুলিতেও এই পরিষেবা চালুর ব্যাপারে পরিকল্পনা চালাচ্ছে সরকার। যদিও তাতে অনেক বেশি সময় লাগবে বলেই দাবি মেয়রের। এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হলে মাসিক খরচ অনেকটাই কমবে বলেই দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে। এখন মাসিক খরচ ১০০০ টাকা হলে পাইপে গ্যাস পরিষেবা চালু হলে তা কমে ৪০০-৫০০ তে গিয়ে দাঁড়াবে বলেই জানিয়েছেন তাঁরা।