দাদার ব‍্যাট-বল চুরি করে ক্রিকেট খেলতেন সৌরভ! খুদের মুখে জেনে নিন ‘দাদাগিরি’র নামকরণের ইতিহাস

বাংলাহান্ট ডেস্ক: শিশুদের মধ‍্যেই বাস করেন ঈশ্বর। তাদের সারল‍্য যেমন মন ছুঁয়ে যায়, তেমনি খুদেদের দুষ্টুমি দেখেও মুখে হাসি ফোটে সকলের। ‘দাদাগিরি’র (dadagiri) এক একটি পর্বে এমনি কয়েকজন খুদেকে নিয়ে খেলেন সৌরভ গঙ্গোপাধ‍্যায় (sourav ganguly)। পুঁচকেদের সঙ্গে নিজের বয়সটাকেও কমিয়ে ফেলেন তিনি। সম্প্রতি সরস্বতী পুজোয় এমনি ছয় জন খুদে এসেছিল সৌরভের সঙ্গে দাদাগিরি খেলতে।

বিভিন্ন বয়সের পুঁচকেদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বিসিআই সভাপতির। তাদের মধ‍্যে থেকে একজন আবার সৌরভের বিরুদ্ধে চুরির অভিযোগও আনে! পশ্চিম বর্ধমানের হয়ে এদিন খেলতে এসেছিল ছোট্ট শ্রীহান। দুরন্ত শ্রীহানকে সৌরভ প্রশ্ন করেন, যে শোতে সে খেলতে এসেছে সেই শোয়ের নাম ‘দাদাগিরি’ হল কীভাবে?

PicsArt 02 09 04.09.52 scaled
শ্রীহানের উত্তর শুনে সৌরভ সহ দর্শকদেরও মাথায় হাত। প্রশ্ন শুনেই খুদের সপ্রতিভ উত্তর, “তুমি প্রথমে ফুটবলার ছিলে। তারপর তোমার যখন আট বছর বয়স হল তখন তুমি তোমার দাদার ব‍্যাট, বল সব ক্রিকেটের জিনিসপত্র চুরি করে ক্রিকেট খেলা শুরু করলে।” এতদূর শুনে সৌরভের চোখ কপালে, চুরি করে! তাও মেনে নিলেন পুঁচকের বক্তব‍্য।

এরপর শ্রীহান জানায়, তারপর থেকেই সৌরভকে সবাই ক্রিকেটার বলে চেনে। যেহেতু তিনি দাদার ব‍্যাট বল চুরি করেছিলেন তাই তাঁর নাম হয় দাদা। আর তার সঙ্গে ‘গিরি’ যোগ করে শোয়ের নাম হল দাদাগিরি। শ্রীহানের বক্তব‍্য শুনে বাকরুদ্ধ সৌরভ। বাকি খুদেরা তখন হেসে গড়াগড়ি খাচ্ছে।

https://www.instagram.com/tv/CZrqDzlKVyX/?utm_medium=copy_link

শ্রীহান আরো জানায়, বড় হয়ে সে বিজ্ঞানী হতে হয়। তার বাবার নাক ডাকার সমস‍্যা, যাদের মাথায় চুল নেই, মুখে দাঁত নেই তাদের সমস‍্যার সমাধান করবে সে বড় হয়ে। চুলের কথা শুনেই সৌরভের নির্দেশ, “আমার সঙ্গে একটু টাচে থাকিস তো”। পুঁচকের দাদাগিরি বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অনেকে আবার আদর করে শ্রীহানকে ‘পাকা বুড়ো’ও বলেছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর