মা-বাবা হচ্ছেন পর্দার রাম-সীতা, স্ত্রী দেবিনার বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন গুরমিত

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই বাঙালি রীতিতে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন গুরমীত চৌধুরী (gurmeet choudhary) ও দেবিনা বন্দ‍্যোপাধ‍্যায় (debina bonnerjee)। কলকাতায় এসে ধুমধাম করে দ্বিতীয় বারের জন‍্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। যদিও পরে শোনা গিয়েছিল, সবটাই নাকি আসলে একটি ছবির জন‍্য। আর এবারে আরো এক সুখবর দিলেন গুরমীত দেবিনা।

মা হতে চলেছেন অভিনেত্রী। আনন্দে উৎফুল্ল গুরমীত। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন তিনি। ছবিতে দুজনকেই দেখা গিয়েছে কালো পোশাকে। গুরমীত ঢিলেঢালা ক‍্যাজুয়াল পোশাকে থাকলেও পাশে শর্ট ড্রেসে মোহময়ী দেবিনা। নজর কাড়ছে তাঁর স্পষ্ট বেবি বাম্প।

IMG 20220209 184114
ক‍্যাপশনে গুরমীত লিখেছেন, ‘তিন হতে চলেছি। চৌধুরী জুনিয়র আসছে। সবার আশীর্বাদ চাই।’ নবদম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা। শুভেচ্ছা জানিয়েছেন মাহি ভিজ, হনসিকা মোতওয়ানি, তুলসী কুমার, করিশ্মা শর্মারা।

খাস উত্তর কলকাতার শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রেম করে বিয়ে করেছিলেন গুরমীত চৌধুরীকে। মন্দিরে হয়েছিল সেই বিয়ে। আক্ষেপ এতদিন ধরে রয়ে গিয়েছিল মনে। স্বামীকে বলেই রেখেছিলেন একবার অন্তত ধুমধাম করে সমস্ত রীতি আচার মেনে বিয়ের অনুষ্ঠান করার। দেবিনার আবদার ভোলেননি গুরমীত। অবশেষে গত বছর পূরণ হয় অভিনেত্রীর মনোবাসনা। তা সে দশ বছর পরেই হোক না কেন।

দূর্গাপুজোর সময়ে কলকাতায় পা রেখে প্রথমেই কালীঘাটে মা কালীকে দর্শন করতে গিয়েছিলেন দেবিনা গুরমীত। কলকাতায় আসার তিন দিন পরেই সম্পূর্ণ বাঙালি মতে রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান সারেন গুরমীত দেবিনা। লাল বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।

মাথায় লাল চেলি, মুকুট। পাশে বাঙালি বরের সাজে রাজপুত্তুরের মতো লাগল গুরমীতকে। মাথায় টোপর পরে, কপালে চন্দনের ফোঁটা নিয়ে দিব‍্যি মানিয়েছিল তাঁকে। এবার বিবাহিত জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পর্দার রাম সীতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর