প্রাক্তনকে ভুলে নতুন শুরু আদৃতের, ‘মিঠাই’ অভিনেত্রীর সঙ্গেই প্রেম করছেন ‘উচ্ছেবাবু’?

বাংলাহান্ট ডেস্ক: প্রেম ভাঙাগড়ার গুঞ্জনে ছয়লাপ বাংলা টেলিপাড়া। কিছুদিন আগেই বিয়ে ভাঙার খবর মিলেছে ‘মিঠাই’ এর সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের (adrit roy)। দীর্ঘ দশ বছরের প্রেমিকা সুপ্রিয়া অন‍্য এক পুরুষের সঙ্গে বাগদান সেরেছেন। খুব শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে। অন‍্যদিকে গুঞ্জন উঠেছে আদৃতের নতুন প্রেমের।

হ‍্যাঁ, বিয়ে ভাঙার কিছুদিনের মধ‍্যেই উচ্ছেবাবুর নতুন সম্পর্কে জড়ানোর কানাঘুঁষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, নিজের অনস্ক্রিন ‘দিদিয়া’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর (koushambi chakraborty) সঙ্গেই নাকি নতুন করে প্রেমে জড়িয়েছেন আদৃত। মিঠাই সিরিয়ালে আদৃতের তুতো দিদি নন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি।

IMG 20220209 212431
পর্দায় দিদি ভাইয়ের সম্পর্ক হলেও অফস্ক্রিনে নাকি দুজনের মধ‍্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। মিঠাইতে কাজ করতে করতেই নাকি দুজনের আলাপ ও তারপর প্রেম। কিন্তু আদৌ এই গুঞ্জন বাস্তব নাকি স্রেফ গুজব তা জানা যায়নি। বিষয়টা নিয়ে মুখ খোলেননি আদৃত বা কৌশাম্বী কেউই।

সম্প্রতি সরস্বতী পুজোতে নিজের ব‍্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেতা। প্রাক্তনের নাম না করেই আদৃত বলেন, “দুজনেরই ভাল থাকাটা জরুরি। দুটো মানুষ একে অপরকে ভাল বাসলেও হয়তো একসঙ্গে ভাল থাকতে পারে না। তাই আমরাও পারিনি। ও ভাল থাকুক।”

সরস্বতী পুজোর আগে বাগদান সেরে ফেলেন সুপ্রিয়া। তবে তাঁর হবু স্বামীর জায়গায় দেখা গিয়েছে অন‍্য এক পুরুষকে যার নাম বা অন‍্য কোনো পরিচয় এখনো জানা যায়নি। তাঁর সঙ্গেই বাগদান সেরেছেন সুপ্রিয়া। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন তিনি।

পাশাপাশি সুপ্রিয়ার ঘনিষ্ঠ বন্ধু তথা মিঠাই সিরিয়ালের রাতুল অর্থাৎ উদয় প্রতাপ সিংয়ের প্রেমিকা অনামিকা চক্রবর্তীও ছবি শেয়ার করেছেন অনুষ্ঠানের। রাতুলের মাধ‍্যমে আদৃত ও অনামিকাও বেশ ভাল বন্ধু। উল্লেখ‍্য, এর আগে অনামিকাই সুপ্রিয়া ও আদৃতের ছবি শেয়ার করে তাঁদের সম্পর্কে একপ্রকার শিলমোহর দিয়েছিলেন।

IMG 20220207 171651
এর আগে জানা গিয়েছিল, আদৃত ও সুপ্রিয়া নাকি দীর্ঘ দশ বছর ধরে সম্পর্কে ছিলেন। দুই পরিবারের সম্পর্কও নাকি দীর্ঘদিনের। সুপ্রিয়ার বাবা নাকি মুম্বইয়ের নামকরা আর্ট ডিরেক্টর। মিঠাই টিমের নানান গেট টুগেদারেও দেখা মিলেছিল সুপ্রিয়ার। ভাইরাল হয়েছিল সে সমস্ত ছবি, ভিডিও।

কিন্তু সূত্রের খবর, গত কয়েক মাস আগেই নাকি তাল কাটে দুজনের সম্পর্কে। আদৃতের ব‍্যান্ডের কনসার্টে সৌমিতৃষা সহ মিঠাইয়ের প্রায় গোটা টিমকে দেখা গেলেও ছিলেন না সুপ্রিয়া। টেলিপাড়ায় আগেই কানাঘুঁষো রটেছিল, এক সহ অভিনেত্রীর সঙ্গে আদৃতের বন্ধুত্ব গড়ে ওঠার জন‍্যই সম্পর্ক ভেঙেছে তাঁদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর