সত‍্যিই ‘সোনার মেয়ে’! স্বর্ণপদক এনে যিশুর মুখ উজ্জ্বল করল ছোট্ট মেয়ে জারা

বাংলাহান্ট ডেস্ক: আক্ষরিক অর্থেই ‘সোনার টুকরো’ মেয়ে যিশু সেনগুপ্তের (jisshu sengupta)। ছোট্ট বয়সেই বাবাকে সোনা এনে দিয়েছে আদুরে মেয়ে। গর্বিত বাবা মা যিশু ও নীলাঞ্জনা। ছোট মেয়ের কৃতিত্বের কথা সগর্বে সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন যিশু পত্নি নীলাঞ্জনা। সঙ্গে ‘সোনার মেয়ে’র একটি মিষ্টি ছবি।

দুই মেয়ের বাবা যিশু। বড় মেয়ে সারা ও ছোট মেয়ে জারা। ছোটটির স্কুলে বাংলায় বক্তৃতার প্রতিযোগিতা ছিল। সেখানেই নাম দিয়ে সোনার পদক ঘরে এনেছে ছোট্ট জারা। মেয়ের একটি ছবি শেয়ার করে মা নীলাঞ্জনা লিখেছেন, ‘বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় সোনা পেয়েছে জারা। শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবথেকে মূল‍্যবান উপহার। ওর জন‍্য একটা কবিতা লিখে দিলে, সত‍্যিই অমূল‍্য। সারা জীবন মনে থাকবে।’

IMG 20220210 115034
ছোট্ট জারা ইতিমধ‍্যেই অভিনয়ে পা রেখে ফেলেছে। অভিনয় করেছে নিজেরই বাবা ও দিদির সঙ্গে। সৃজিত মুখোপাধ‍্যায়ের সঙ্গে ‘উমা’ ছবিতে মুখ‍্য চরিত্রে ছিলেন যিশু ও তাঁর বড় মেয়ে সারা। সেই ছবিতেই একটি ছোট চরিত্রে ছিলেন জারা।

সদ‍্য মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায় অভিনীত ‘বাবা বেবি ও’। গত ৪ ঠা ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। ট্রেলার দেখে যে আশাটা জাগিয়েছিল, ছবি অনেকটাই পূরণ করতে পেরেছে তা। ৮৮ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল বাবা বেবি ও। মুক্তির পর মাত্র তিন দিনেই ৫৫ লক্ষ টাকা তুলে ফেলেছে এই ছবি। এর আগে দেবের ‘টনিক’ যে সাফল‍্যের ধারাটা শুরু করেছিল, কাকাবাবুর প্রত‍্যাবর্তন ও বাবা বেবি ও যে সেটা সসম্মানে বজায় রেখেছে তা বলা বাহুল‍্য।

https://www.instagram.com/p/CZtOWCJr5NU/?utm_medium=copy_link

ছবিতে একজন সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন যিশু। নিজের বাবা মা ছাড়াও খুদে দুই ছেলেকে নিয়ে সংসার তাঁর। ধীরে ধীরে বাবা হয়ে ওঠা শিখছেন যিশু। ঠিক তখনি তাঁর জীবনে সিনেমার নায়িকাদের মতোই প্রবেশ শোলাঙ্কির। তাঁকে মনও দিয়ে বসেন যিশু।

কিন্তু সমস‍্যা দুটো। এক, শোলাঙ্কি গৌরব চট্টোপাধ‍্যায়ের সঙ্গিনী। দুই, শোলাঙ্কির বাচ্চাদের একেবারেই পছন্দ নয়। যিশুর দুই সন্তান দেখে তাঁকে বিবাহিত বলে ভুল করেন তিনি। অসমবয়সী সম্পর্ক পরিণতি পাওয়ার গল্প বলবে বাবা বেবি ও।

Niranjana Nag

সম্পর্কিত খবর