বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আলিয়া ভাট (alia bhatt) অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ (gangubai kathiawadi)। যৌনপল্লী কামাথিপুরার নামীদামী ‘বারবনিতা’ গাঙ্গুবাঈ হরজীবনদাসের জীবন কাহিনির উপরে তৈরি এই ছবি।
মুক্তির বহু আগে থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে গাঙ্গুবাঈ। এমনকি ছবিটির মুক্তি পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষমেষ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ধার্য হয়েছে গাঙ্গুবাঈ কাঠিয়াবাদির। মুক্তির দিন পনেরো আগেও ফের কিছু কাটছাঁট করা হল ছবির দৃশ্যে।
যেহেতু রেড লাইট এরিয়ার একজন ‘পতিতা’ নারীর জীবনের উপরে তৈরি ছবি, তাই বেশ কিছু বোল্ড দৃশ্য এবং সাহসী সংলাপ রয়েছে ছবি জুড়ে। মোট চারটি বদল হয়েছে ছবিতে। দুটি দৃশ্য বাদ দিতে হয়েছে এবং কিছু সংলাপে শব্দের অদলবদল করতে হয়েছে। এছাড়াও একটি দৃশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে দেখা যায় গাঙ্গুবাঈকে। সেটিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের তরফে UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে গাঙ্গুবাঈ।
কামাথিপুরার বারবনিতা গাঙ্গুবাঈয়ের চরিত্রে তুখোড় অভিনয় করেছেন আলিয়া। সাদা চুড়িদার, বড় লাল টিপ ও চমকে দেওয়ার মতো ব্যক্তিত্ব, এমন অবতারেই দেখা মিলেছে আলিয়ার। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি। ছবিতে আলিয়া ছাড়াও রয়েছে বিজয় রাজ, অদয় দেবগণ, সীমা পাহওয়া, হুমা কুরেশি ও শান্তনু মাহেশ্বরী।
এর আগে গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি রাউজি শাহ মামলা দায়ের করেছিলেন ছবি নির্মাতাদের বিরুদ্ধে। এই ছবির কারণে তাঁর গোপনীয়তা লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছিলেন বাবুজি রাউজি শাহ। তাঁর আইনজীবীর বক্তব্য, ছবিটির প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই নিজের এলাকাতেই থাকা দায় হয়ে উঠেছে শাহের। নানা রকম গুজব ছড়ানোয় তাঁর উপর হামলাও হয়েছে বলে জানান শাহের আইনজীবী। পায়ে চোট লেগেছে তাঁর।
গণিকার পরিবার বলে দেগে দেওয়া হয়েছিল শাহের আত্মীয়দেরও। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাঁরা। আরো জানা গিয়েছিল, লেখক হুসেন জয়েদি ও সাংবাদিক জেন বর্গেসের বিরুদ্ধেও করা হয়েছে মামলা দায়ের। ‘দ্য মাফিয়া কুইন অফ মুম্বই’ বইয়ের লেখক হলেন হুসেন। এই বইটির উপর ভিত্তি করেই তৈরি বনশালির ছবি। অপরদিকে তথ্য যোগাড় করেছিলেন সাংবাদিক জেন।
শাহের আইনজীবী আরো জানিয়েছিলেন, এরপর তাঁরা মানহানির জন্য ক্রিমিনাল মামলা, মহিলাদের অশ্লীলভাবে প্রদর্শন ও অশ্লীল অশালীন জিনিস প্রচার করার অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করবেন। শাহের আরো অভিযোগ, হুসেন জয়েদির লেখা বইটির কিছু অংশ মানহানিকর ও তাঁর ব্যক্তিগত স্বাধীনতা, আত্মসম্মান লঙ্ঘন করে।