এবার পুষ্পার শিকার বিরাট, আল্লু অর্জুনের ঢংয়ে কোমর নাচিয়ে গেলেন তিনি, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তা সত্ত্বেও শিরোনামে উঠে এসেছেন তিনি। ম্যাচটি চলার সময় আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার থেকে শ্রীবল্লি গানের, নাচের স্টেপের নিজস্ব সংস্করণ তৈরি করে হেঁটে দেখিয়েছেন বিরাট। তার এই মজাদার ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

এর আগে শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের নাচের স্টেপগুলি অনেক ক্রিকেটারদের করতে দেখা গিয়েছে। কেউ ইনস্টাগ্রামে আবার কোনও বোলার উইকেট নেওয়ার পর তাদের উইকেটটির আনন্দ উদযাপন করতে আল্লু অর্জুনকে অনুকরণ করছেন। হার্দিক পান্ডিয়া সহ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও এই পদক্ষেপটি অনুকরণ করেছেন। এবার বিরাট কোহলি এই তালিকায় নাম লেখালেন।

ক্রিকেট মাঠে কোহলির নাচ নতুন কিছু নয়। তিনি প্রায়শই নানান মজাদার ঢংয়ে ভক্তদের বিনোদন দিয়েছেন। বুধবার, আহমেদাবাদে ঘটনাটিও তার মধ্যেই একটি। আর ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে মাত্র ২৩৭ রান তুলেছিল। লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের সৌজন্যে আরও কম রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বেঁচেছিল ভারত।

জবাবে, ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ২০০-র গন্ডিও টপকাতে পারেননি তারা। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ উইকেট নেন। ভারত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতে।

সম্পর্কিত খবর

X