সমাজসেবার টাকা তছরূপ, সাংবাদিক রানা আয়ুবের ১.৭৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বাংলাহান্ট ডেস্ক : এবার কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠল সাংবাদিক রানা আয়ুবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে তলব ইডির। অভিযোগ সমাজসেবার জন্য মানুষের কাছ থেকে টাকা তুলে তা তছরূপ করতেন সাংবাদিক।

ইডি সূত্রে খবর, সাধারণ মানুষের সেবামূলক কাজের জন্য টাকা তুলতেন তিনি। তারপর সেই টাকা  কাজে না লাগিয়ে আত্মসাৎ করা হত। এই কাজে নিজের এবং পরিবারের বাকি সদস্যদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন রানা। জানা যাচ্ছে এফসিআর এর অনুমোদন ছাড়াই সমাজসেবার জন্য টাকা তুলতেন ওই সাংবাদিক। ইতিমধ্যেই রানা আয়ুবের ১কোটি ৭৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের হিন্দু আইটি সেল নামক একটি এনজিও এর  প্রতিষ্ঠাতা বিকাশ সংকৃৎয়ায়ন সর্বপ্রথম রানা আয়ুবের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেছিলেন সমাজসেবার নাম করে তোলা টাকা ব্যক্তিগত ভাবে ব্যবহার করছেন সাংবাদিক রানা আয়ুব। এই মামলায় তাঁর বিরুদ্ধে কোনো চার্জশিট পেশ করেনি উত্তরপ্রদেশ পুলিশ। ইডির সন্দেহ ছিল চার্জশিট তৈরির জন্য সময় নষ্ট করলে টাকা অন্যত্র পাচার করে দিতে পারেন ওই সাংবাদিক। সেই কারণেই আচমকাই বাজেয়াপ্ত করা হয় তাঁর সমস্ত সম্পত্তি।

ed 2022

প্রসঙ্গত এর আগেও বিতর্কে নাম জড়িয়েছে রানা আয়ুবের। কিছুদিন আগে নিজেকে ‘মহারানা’ বলে হিন্দুদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। হিন্দু সংগঠন গুলির দাবি ছিল হিন্দুদের দ্বারা ব্যবহৃত রানা-মহারানা উপাধিগুলি নিয়ে অপভ্রংশ করছেন রানা আইয়ুব। এই অভিযোগে অভিযোগও দায়ের করা হয় সাংবাদিকের বিরুদ্ধে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর