ফিরছে ছোটবেলা, ভারতের প্রথম সুপারহিরো ‘শক্তিমান’ আসছে বড়পর্দায়! উত্তেজিত নেটজনতা

বাংলাহান্ট ডেস্ক: হলিউডে সুপারহিরো (Superhero) ছবির ছড়াছড়ি হলেও বলিউডও কম যায় না। বহু বছর আগেই প্রথম সুপারহিরোকে নিয়ে এসেছিল হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি। তিনি ‘শক্তিমান’ (Shaktimaan)। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের প্রিয় সুপারহিরো তিনি। বিকেল হলেই ঝটপট টিভির সামনে বসে যেত খুদেরা। পণ্ডিত গঙ্গাধর বিদ‍্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রী ওরফে শক্তিমানের অদ্ভূত সব কাণ্ডকারখানায় বুঁদ হয়ে থাকত ছোটবেলা।

সেই শক্তিমানই এবার আসছে বড়পর্দায়। সোনি পিকচার্সের তরফে শক্তিমান ছবির টিজার শেয়ার করা হয় সোশ‍্যাল মিডিয়ায়। ক‍্যাপশনে লেখা, ‘ভারত ও গোটা বিশ্বে আমাদের অনেক সুপারহিরো ছবি জনপ্রিয়তা পাওয়ার পর এবার সময় এসেছে আমাদের দেশি সুপারহিরোর!’ তারপর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে নেটমাধ‍্যমে। এমনকি টুইটারে ট্রেন্ডিং তালিকাতেও চলে এসেছে শক্তিমান।

1 213
জানা যাচ্ছে, ছবিতে নায়কের ভূমিকায় থাকবেন একজন জনপ্রিয় অভিনেতা। ছবির কাস্ট এখনো প্রকাশ‍্যে না আনা হলেও সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিম। নব্বইয়ের দশকের নস্টালজিয়া ফিরছে বড়পর্দায়, এ কি কম কথা নাকি? সকলেই পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে ব‍্যস্ত। অনেকেই লিখেছেন, বড়পর্দায় শক্তিমান দেখতে নিশ্চয়ই যাবেন।

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন‍্যাশনাল। ছবির বিষয়ে এর থেকে বেশি তথ‍্য এখনো পাওয়া না গেলেও নেটনাগরিকরা যে বেশ উত্তেজিত তা সোশ‍্যাল মিডিয়ায় মিমের ঢল দেখেই বোঝা যাচ্ছে।

শক্তিমান সিরিয়ালে অভিনয় করে সবার মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন মুকেশ খান্না। শক্তিমানই ভারতীয় চলচ্চিত্রে প্রথম সুপারহিরো। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল শক্তিমান। এখন আর ছবি না করলেও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর