লিস্টনের দ্যুতিতে উজ্জ্বল এটিকে মোহনবাগান, নর্থইস্টকে উড়িয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো মেরিনার্সরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকে দল মাঠে নামার আগে চিন্তায় ছিলেন এটিকে মোহনবাগান ভক্তরা। কারণ দলের দুই প্রধান খেলোয়াড় হুগো বুমো এবং কার্ল ম্যাকহিউ-এর শেষ ম্যাচে চোট পাওয়ায় প্রথম একাদশে ছিলেন না। কিন্তু এটিকে মোহনবাগান শনিবার মারগাঁও-তে চলতি আইএসএলে ভালো ফর্মে না থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে পরাজিত করেছে। লিস্টন কোলাসো-দের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

যদিও ম্যাচের ১৭তম মিনিটে পিভি সুহের নর্থইস্ট ইউনাইটেড-কে খেলায় এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার ৫ মিনিট পরে ২২ তম মিনিটে জনি কাউকোর গোল সমতায় ফেরায় সবুজ মেরুণ শিবির-কে। তারপর হাফ টাইমের ঠিক আগে লিস্টনের সৌজন্যে ২-১ ফলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।

liston colaco

দ্বিতীয়ার্ধে লিস্টন পুরো নর্থইস্ট ইউনাইটেড ডিফেন্সকে নাচিয়ে রেখে দেন। এরপর ৫২ তম মিনিটে তিনি দলের তৃতীয় গোলের জন্য মনভীর সিংকে পাস বাড়ান। ফিনিশ করতে ভুল করেননি মনবীর।

এই ফলাফলের অর্থ হল এটিকে মোহনবাগান এখন ১৪ ম্যাচে ২৬ পয়েন্টে নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। লিগ লিডার হায়দ্রাবাদ এফসি থেকে তিনটি পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। কিন্তু হায়দরাবাদ আরও দুটি ম্যাচ খেলেছে। নর্থইস্ট এই হারের পর ১৭ টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবচেয়ে নীচে রইলো।

Reetabrata Deb

সম্পর্কিত খবর