মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ, হাজতবাস করলেন রাজদীপ গুপ্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো রাতে শহরের রাস্তায় মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার টলিউড (Tollywood) অভিনেতা। গ্রেফতার হয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। মদ‍্যপান করে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর অভিযোগে পুলিসের হাতে ধরা পড়েন তিনি। এমনকি এক রাত জেলেও কাটাতে হয়েছে রাজদীপকে। শনিবার সকালে তিনি জেল থেকে ছাড়া পান বলে খবর।

সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে টলিউডের কয়েকজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন রাজদীপ। টলি ইন্ডাস্ট্রির অনেকেই ছিলেন সেখানে। পার্টিতে মদ‍্যপান করেন অভিনেতা। তারপর রাতে ওই অবস্থাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বাড়ি ফেরার সময় পুলিস রাজদীপের গাড়ি আটকে দেয়।


মদ‍্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে রাজদীপের বিরুদ্ধে। তাঁর গাড়ি আটক করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। শুক্রবার রাত তাঁর কাটে গরাদের পেছনেই। শনিবার সকালে তিনি ছাড়া পান বলে খবর। যদিও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি রাজদীপ।

বাংলা টেলিভিশন তথা ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। হইচই তেও একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজদীপ। শেষবার হইচই তেই ‘উত্তরণ’ ওয়েব সিরিজে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজদীপ।

সুকান্ত গঙ্গোপাধ‍্যায়ের লেখা ‘বটতলা’ গল্পের অবলম্বনে জয়দীপ মুখোপাধ‍্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘উত্তরণ’। থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজে গৃহবধূর লুকে ধরা দিয়েছেন মধুমিতা। ‘একটা MMS কী করে একজন মেয়ের জীবন তছনছ করে দেয় তার গল্প শোনাবে উত্তরণ!’ এমনি বার্তা দেওয়া হয়েছিল সিরিজ মুক্তির আগে। মধুমিতা রাজদীপের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে দর্শক মহলে।

X