কেকেআর এর ‘তরুণ মালিক’, আইপিএলের নিলামে আরিয়ান-সুহানাদের স্বাগত জানালেন জুহি

বাংলাহান্ট ডেস্ক: আইপিএল নিলামে এবার শুধুই তরুণ তুর্কিদের জয়জয়কার। গতকালই কলকাতা নাইট রাইডার্সের টেবিলে শাহরুখ খান ও জুহি চাওলার (Juhi Chawla) বদলে দেখা মিলেছিল আরিয়ান খান (Aryan Khan), সুহানা খান (Suhana Khan) ও জাহ্নবী মেহতাকে। এবার খোদ জুহি তাঁদের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে টিমের ‘তরুণ মালিক’দের স্বাগত জানালেন।

সুহানা ও জাহ্নবীর মাঝে বসতে দেখা গিয়েছে আরিয়ানকে। সাদা টপ ও ব্লেজারে সপ্রতিভ দেখাচ্ছিল কিং খান কন‍্যাকে। আরিয়ান পরেছিলেন কালো রঙের শার্ট ও জ‍্যাকেট। পাশে জুহি কন‍্যা জাহ্নবীকেও দেখা গেল সুন্দর সাজে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের কেকেআর খেলোয়ারদের স্বাগত জানাই। শ্রেয়স আইয়ার, নীতিশ রানা ও প‍্যাট কামিন্স। আর আমাদের তরুণ মালিক আরিয়ান, সুহানা ও জাহ্নবী।’

89545131
শনিবার মূল ইভেন্টের আগের দিন রাতেও আইপিএলের প্রাক নিলাম পর্বে বোন সুহানার সঙ্গে দেখা মিলল আরিয়ানের। সাদা টিশার্টের উপরে ধূসর রঙা একটি শার্ট জ‍্যাকেটের মতো করে পরেছিলেন শাহরুখের সুপুত্র।

https://www.instagram.com/p/CZ4GsNfKI-G/?utm_medium=copy_link

পাশে খয়েরি টিউব টপের উপরে সাদা শার্ট পরে দেখা মিলল সুহানার। আইপিএলের অফিশিয়াল হ‍্যান্ডেল ও কলকাতা নাইট রাইডার্স এর অফিশিয়াল হ‍্যান্ডেলের তরফে একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে দুজনের। মুহূর্তে ভাইরাল সবকটি ছবি। উল্লেখ‍্য, আরিয়ান জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম ভাই বোন একসঙ্গে জনসমক্ষে এল‌।

পাশাপাশি সুহানার এটাই প্রথম আইপিএল নিলাম। আরিয়ান অবশ‍্য গত বছরেও এসেছিলেন। তবে সেবারে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল কেকেআরের সহ মালকিন জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। গত বছরের মতো চলতি বছরেও দেখা যায়নি শাহরুখকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর