বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা লেগ স্পিনার অমিত মিশ্রা আইপিএল মেগা নিলাম-এ কোনও ক্রেতা খুঁজে পাননি। মিশ্রা গত মরসুমে দিল্লি ক্যাপিটালস দলের অংশ ছিলেন। নিলামে ক্রেতা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিজের বেদনার কথা জানিয়েছেন এই অভিজ্ঞ বোলার। ৩৯ বছর বয়সী লেগ স্পিনার তার বেস-প্রাইস ১.৫০ কোটি টাকা রেখেছিলেন। নিলামে ২০৪ জন ক্রিকেটারের জন্য বিড হয়েছিল। যেখানে ৩৯৬ জনকে খালি হাতে ফিরতে হয়েছিল। যেহেতু মিশ্রা দিল্লির হয়ে খেলছেন, তাই তিনি আশা করেছিলেন যে পুরানো ফ্র্যাঞ্চাইজি অবশ্যই তাকে কিনে নেবে, কিন্তু তা হয়নি।
নিলামের পরে, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল টুইট করে বলেছেন যে এই ফ্র্যাঞ্চাইজিটি সারাজীবন তার সাথে রয়েছে। এর প্রতিক্রিয়ায়, ডান-হাতি লেগ ব্রেক বোলার মিশ্র তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি দলকে যে পরিষেবা দিতে পেরেছি সেই সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ পার্থ জিন্দাল, আমি সত্যিই খুব খুশি। কিন্তু, আমি এখনো শেষ হয়ে যায়নি। প্রয়োজনে আমি দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে প্রস্তুত।” প্রসঙ্গত অমিত মিশ্রাই একমাত্র বোলার যিনি আইপিএলে ৩টি হ্যাটট্রিক করেছেন।
Thanks @ParthJindal11 for the kind words & your acknowledgment of my services for the team. I am truly humbled! But, I am not finished yet and can easily add to the legacy of @DelhiCapitals…only if DC needs me! I am always in their corner. #ibleedDC
— Amit Mishra (@MishiAmit) February 13, 2022
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার অমিত মিশ্র। সামগ্রিক উইকেট সম্পর্কে কথা বলতে গেলে, শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর পরে মিশ্রের নাম আসে। আইপিএলে ১৫৪ ম্যাচে ১৬৬ টি উইকেট নিয়েছেন মিশ্র। আইপিএলে শুধুমাত্র মালিঙ্গা এবং ডোয়াইন ব্র্যাভো তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন
মিশ্রা আইপিএলে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন। তিনি ভারতের হয়ে ২২ টি টেস্ট, ৩৬ টি ওডিআই এবং ১০ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে মিশ্রার নামে ৭৬টি উইকেট এবং ওয়ান ডে-তে ৬৪টি উইকেট রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিশ্রা ১৬টি উইকেট নিয়েছেন। মোট ২৩৬ টি-টোয়েন্টি ম্যাচে ২৬২ টি উইকেট নিয়েছেন মিশ্রা।