‘রুক জানা নেহি তু কহি হার কে”, IPL-এ ফেরার স্বপ্ন ভাঙতেই গান শোনালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় বোলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় পেসার শান্তাকুমারণ শ্রীসান্থ আইপিএলের ১৫ তম সংস্করণের জন্য ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত খেলোয়াড়দের দুই দিনের মেগা নিলাম নিয়ে অনেক আশা করেছিলেন। ৯ বছর পর ফের আইপিএলে খেলার স্বপ্ন দেখছিলেন শ্রীশান্ত। বিসিসিআই থেকে সংক্ষিপ্ত ৫৯০ জন খেলোয়াড়ের মধ্যে তার নাম দেখে, শ্রীশান্ত আশাবাদী যে এবার কিছু ফ্র্যাঞ্চাইজি অবশ্যই তার উপর বাজি ধরবে। কিন্তু তা হয়নি। এমনকি নিলামে তার নামও নেওয়া হয়নি। তা সত্ত্বেও, শ্রীসন্থ বলেছেন যে তিনি হাল ছাড়ছেন না। সম্প্রতি, কেরালা থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরে শ্রীশান্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তাকে কিশোর কুমারের গান গাইতে দেখা যায়।

৩৯ বছর বয়সী শ্রীশান্ত সোমবার তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে ‘রুক জানা না, তু কাহিন হার কে…’ গানটি গাইতে দেখা যায়। ডানহাতি এই পেসার ভিডিওটির ক্যাপশন লিখেছেন, ‘সবসময় কৃতজ্ঞ এবং সর্বদা অপেক্ষায়… আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওম নমঃ শিবায়’

এর একদিন আগে কেরলের রঞ্জি ট্রফির পোশাকে পড়ে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রীশান্ত। রঞ্জি ট্রফিতে খেলার আশা প্রকাশ করেছেন তিনি। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই ক্রিকেট থেকে দূরে ছিলেন শ্রীশান্ত। এর আগে তার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা পরে কমিয়ে ৭ বছর করা হয়। এখন শ্রীশান্তকে রঞ্জি ট্রফিতে কেরালার ২৪ সদস্যের দলে প্রথম শ্রেণীর ক্রিকেটে জায়গা দিয়েছে।

শ্রীশান্ত আইপিএলে এর আগে ৪৪ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার নামে ৪৪ টি উইকেট রয়েছে। তিনি এই টি টোয়েন্টি টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কার্স কেরালা এবং রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তিনি ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে খেলেছেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে কেরালার হয়ে খেলেছিলেন শ্রীশান্ত। ৬ ইনিংসে মোট ১৩ টি উইকেট নিয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর