শেষ হতে চলেছে শীত, খুব শীঘ্রই বদলে যাবে আবহাওয়াঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশ সংলগ্ন এলাকায় আবারও তৈরি ঘূর্ণাবর্ত। যার জেরে গত কয়েকদিন রাজ্যের কিছু কিছু জায়গায় শীতের রেশ থাকলেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শুকনো থাকবে রাজ্যের আবহাওয়া।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%

আজকের আবহাওয়া
গত কয়েকদিন ধরেই হালকা শীতের আমেজ রাজ্যে। তবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা খানিম বাড়বে। আগামী কাল অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদঝলমলে হয়ে উঠবে আকাশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল অবধি শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। রৌদ্রজ্বল থাকবে আকাশ। তবে বুধবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলায়। আগামী কাল অবধি রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন না হলেও বুধবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। পারদ চড়তে পারে প্রায় ২-৪° অবধি।

উত্তরবঙ্গের মতই আগামী ১৬ তারিখ সকাল অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। আগামী কাল অবধি আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। বুধবারের পর থেকে তিনদিন বাড়তে পারে তাপমাত্রা। হালকা কুয়াশা থাকতে পারে বেশ কিছু এলাকায়।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। তবে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে বাড়বে তাপমাত্রা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর