‘মানুষ জেতালে জিতব, আইন হাতে নেবেন না”, ৪ পুরসভায় ক্লিন সুইপের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : গতকাল পুরভোটের ফলাফল ঘোষণা হয়েছে রাজ্যে। চারটি পুরনিগমেই সবুজ ঝড়ে উড়ে গেছে বিজেপি। এই প্রথমবার তৃণমূলের দখলে এসেছে শিলিগুড়ি। চার পুরনিগমেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা বিরোধীদের সঙ্গে প্রাপ্ত ভোটের শতাংশে আকাশ পাতাল তফাৎ তৃণমূলের। এহেন জয়ের পরেও দলের নেতা-কর্মীদের বিনয়ী হওয়ার পরামর্শই দিলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭ টি পুরসভায় নির্বাচন। দলীয় কর্মীদের সেখানেই শান্ত থাকার বার্তাই দিলেন তৃণমূল নেত্রী।

এদিন কার্যতই নজিরবিহীন জয়ের পরে একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের রায় আমরা মাথা পেতে নেব। আমার দল, দলের প্রত্যেকটা কর্মী, মানুষ, তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। মানুষের আশির্বাদের দাম যেন আমরা দিতে পারি। আমরা যত জিতব তত যেন আমরা নম্র হই। চারটি পুরসভাতে যাঁরা জিতেছেন তাঁরা সুন্দরভাবে গ্রিণ অ্যান্ড ক্লিন কর্পোরেশন গড়ে তুলুন। নির্মাণ এবং সবুজায়ন একসঙ্গে চলুক। বিশ্বায়ন সবুজায়ন ছাড়া হয় না। আমি নিজেও সবুজায়ন ভালোবাসি।’

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৭ টি পুরসভায় নির্বাচন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও নির্বাচনে কোথাও কেউ আইন হাতে নেবেন না। মানুষ জেতালে জিতব। না হলে মানুষের রায় মাথা পেতে নেব। এবারেও আমরা কোথাও কোনো গন্ডগোল হতে দিইনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই জয় বাকি পুরসভাগুলিতেও আমাদের জিততে সাহায্য করবে।’

ফলাফল ঘোষণা হওয়ার পরই শিলিগুড়ির মেয়রের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গৌতম দেবের হাতেই থাকছে শিলিগুড়ির ভার। একই সঙ্গে শিলিগুড়িকে কলকাতার মতই ঝাঁ চকচকে করে তোলার দায়িত্বও নবনির্বাচিত মেয়রকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও ঘোষণা হয়নি বিধাননগরে মেয়রের নাম। রাজ্যের কোভিড পরিস্থিতির কারণে কোথাও কোনো বিজয় মিছিল না করার নির্দেশও দিয়েছিলেন মমতা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন আজ। এদিন উত্তরকন্যায় শিলিগুড়ির নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন তিনি। বেলা ১২ টা নাগাদ শুরু হবে এই বৈঠক। বহু দশক পর শিলিগুড়িতে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। সেই ব্যাপারেই নতুন কাউন্সিলরদের সঙ্গে আলোচনা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর