দুয়ারে কড়া নাড়ছে বসন্ত, হাওয়া বদলের খবর জানাল আবহাওয়া দপ্তর: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে শীতের বিদায় ঘন্টা রাজ্যে। ফাল্গুনের শুরু থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। দার্জিলিং জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি সবকটি জেলাতেই অপরিবর্তিত থাকবে আবহাওয়া। আজ থেকেই রাজ্যে বাড়তে চলেছে তাপমাত্রা। গোটা ফেব্রুয়ারি মাস সর্বোচ্চ ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯° সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে পারদ।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস :  ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৭%

আজকের আবহাওয়া
অবশেষে শীতের বিদায় ঘন্টা বেজে গেছে রাজ্যে। বসন্ত কড়া নাড়ছে বাঙালির দুয়ারে। আজ একমাত্র দার্জিলিং ছাড়া বাকি সমস্ত জেলায় রোদঝলমলে থাকবে আবহাওয়া। বাড়তে চলেছে দিনের তাপমাত্রাও। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০%। বুধবার দার্জিলিং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৫° ও ৭° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার  আবহাওয়া। রৌদ্রজ্বল থাকবে আকাশ। তবে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে  দার্জিলিং জেলায়। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলার দার্জিলিং সংলগ্ন এলাকা গুলিতেও। আজ থেকেই আগামী ৩ দিন বাড়তে চলেছে পারদ। তাপমাত্রা বাড়বে প্রায় ৩-৫°। যদিও পরবর্তী ৩ দিন আর কোনো বদল দেখা যাবে না আবহাওয়ায়।

উত্তরবঙ্গের মতই আগামী ১৭ তারিখ সকাল অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। আগামী কয়েকদিন আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। আজকের পর থেকে তিনদিন বাড়তে পারে তাপমাত্রা। তবে তারপর আবার কিছু বদল হতে পারে পারদে৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫° সেলসিয়াস।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে কাল থেকেও। যদিও মোটামুটি অপরিবর্তিতই থাকছে রাতের তাপমাত্রা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর